পার্বতীপুরে উপবৃত্তির জন্য শিক্ষার্থীদের মানববন্ধন


প্রকাশিত: ০৫:৫৩ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৫

গুড়ি গুড়ি বৃষ্টি উপক্ষো করে মঙ্গলবার দুপুরে পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল মোড়ে উপবৃত্তির দাবিতে কারিতাস আলোরঘর প্রকল্পের আদিবাসী, ঝরেপড়া ও প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীরা মানববন্ধন করেছে।

ইউপি সদস্য নুর ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সরেয়াতলি শিক্ষা কেন্দ্রের ম্যানেজিং কমিটির সভাপতি রোমেন মুরমু ও অভিভাবক কমল রায়। মানববন্ধনে প্রায় দুই শতাধিক ছাত্র-ছাত্রী অংশ নেয়।

বক্তারা বলেন, ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে কারিতাস আলোরঘর প্রকল্পের সহাতায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলা আটটি ইউনিয়নের ১০টি শিক্ষাকেন্দ্র পরিচালিত হয়। এই শিক্ষাকেন্দ্রগুলো প্রত্যন্ত এলাকায় অবস্থিত।

এখানে আদিবাসী, ঝরেপড়া ও প্রতিবন্ধী ছেলে-মেয়েরা লেখা পড়া করার সুযোগ পাচ্ছে। এই সব ছেলে-মেয়েদের লেখাপড়া চলমান রাখার জন্য উপবৃত্তির একান্ত প্রয়োজন বলে তারা উল্লেখ করেন।

উল্লেখ্য, পার্বতীপুর উপজেলায় উপবৃত্তি আওতার বাইরে রয়েছে এমন বিদ্যালায়ের সংখ্যা ১০টি। এসব শিক্ষা প্রতিষ্ঠানে ৩২৪ জন ছাত্র-ছাত্রী অধ্যায়ন করে থাকে।

এমদাদুল হক মিলন/এমজেড/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।