বাণিজ্য সচিবের সঙ্গে আইসিএমএবি প্রতিনিধিদলের সাক্ষাৎ


প্রকাশিত: ০৩:২২ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৫

আইসিএমএবি’র প্রেসিডেন্ট আবু সাঈদ মো. শায়খুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুনের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।

দি ইনস্টিটিউট  অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস্ অব বাংলাদেশ (আইসিএমএবি)-এর প্রেসিডেন্ট ইনস্টিটিউটের চলমান কার্যক্রম সম্পর্কে এবং সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্টস (এসএএফএ) আন্তর্জাতিক সম্মেলন বাংলাদেশে আয়োজনের লক্ষ্যে সচিবের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।
 
আইসিএমএবি আগামী ১৮ ও ১৯ অক্টোবর ঢাকায় সোনারগাঁও হোটেলে এসএএফএ আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছে। যেখানে সার্কভূক্ত দেশসমূহ থেকে প্রতিনিধিদল অংশগ্রহণ করবেন।
 
বাণিজ্য সিনিয়র সচিব দেশে একাউন্টিং পেশা ও আইসিএমএ’র সার্বিক উন্নয়ন কামনা করেন এবং এসএএফএ আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের সহযোগিতার আশ্বাস দেন।

প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে ইনস্টিটিউটের কাউন্সিল সদস্য ও সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ সেলিম এফসিএমএ এবং পরিচালক (ভারপ্রাপ্ত) নাজমুছ সালেহীন উপস্থিত ছিলেন।  

এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।