মধ্যাহ্ন-বিরতিতে জিম্বাবুয়ের সংগ্রহ ৭৭/২
জিম্বাবুয়ে ও বাংলাদেশের মধ্যকার টেস্ট ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেইলর। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার সকাল সাড়ে ৯টায় ম্যাচটি শুরু হয়।
ইনিংসের প্রথম ওভারেই জিম্বাবুয়ে শিবিরে আঘাত করেছেন পেসার শাহাদাত হোসেন। ১৯ মাস পর জাতীয় দলে জায়গা পাওয়া শাহাদাত ইনিংসের পঞ্চম বলে ভুসিমুজি সিবান্দাকে (৬) সাজঘরে ফেরত পাঠান। উইকেটের পেছনে ক্যাচটি ধরেন মুশফিকুর রহিম।
এরপর ইনিংসের ১২তম ও ব্যক্তিগত তৃতীয় ওভারে হ্যামিল্টন মাসাকাদজাকে সাজঘরে ফেরত পাঠান সাকিব আল হাসান। মিড অফে মাসাকাদজার ক্যাচটি ধরেন অভিষিক্ত জুবায়ের হোসেন লিখন। ৩২ বলে ১৩ রান করেন মাসাকাদজা।
২ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ ৭৭ রান। ক্রিজে ব্যাটিং করছেন বেন্ডন টেইলর (২৪) ও সিকান্দার রাজা (৩৪)।এদিকে, বাংলাদেশ দলে ১৯ বছর বয়সি জুবায়ের হোসেন লিখন একাদশে জায়গা পেয়েছেন। ৭৪তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হলো লিখনের। এ ছাড়া জিম্বাবুয়ে দলে অভিষেক হয়েছে তাফাজওয়া কামুঙ্গোজির।