হজযাত্রীদের ৮৭ শতাংশ মৃত্যু হার্ট অ্যাটাকে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৪৯ পিএম, ১৭ অক্টোবর ২০১৯
ফাইল ছবি

চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে ১১৮ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে সর্বোচ্চসংখ্যক ৭৪ জন অর্থাৎ ৮৭ শতাংশ হজযাত্রীর মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাকে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে ধর্ম মন্ত্রণালয় আয়োজিত ‘হজ ব্যবস্থাপনা কর্মশালা-২০১৯’ শীর্ষক এক অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয়। ধর্ম সচিব আনিসুর রহমানের সভাপতিত্বে চলতি বছরের (২০১৯) হজ কার্যক্রমের সামগ্রিক তথ্য তুলে ধরেন ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (হজ) এ বি এম আমিন উল্ল্যাহ নুরী।

কর্মশালায় পরিসংখ্যান তুলে ধরে বলা হয়, মোট ১০ ধরনের রোগব্যাধির কারণে চলতি বছর পবিত্র হজ পালনের আগে ও পরে মোট ১১৮ জন মৃত্যুবরণ করেন।

তাদের মধ্যে হার্ট অ্যাটাকে ৭৪ জন, ইনফেকশনে আটজন, শ্বাসকষ্ট, হৃদরোগ ও কিডনিজনিত সমস্যায় ১১ জন, ব্রেইন স্ট্রোকে পাঁচজন, দুর্ঘটনায় তিনজন, বার্ধক্যজনিত কারণে দুজন, লিভার সমস্যায় ছয়জন, ব্লাড প্রেসার ও ডায়াবেটিস সমস্যায় ছয়জন, ব্লাড ক্যান্সারে একজন এবং দুজনের স্বাভাবিক মৃত্যু হয়েছে।

পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, গত চার বছরে সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর সংখ্যা কমছে। ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত যথাক্রমে ১৯২, ১৬২, ১৪৫ ও ১১৮ জন মারা গেছেন।

পরিবেশ সংখ্যার বিশ্লেষণে আরও দেখা গেছে, একই সময়ে সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসার জন্য খোলা হজ ক্লিনিকে চিকিৎসাসেবা গ্রহণকারীর হার বেড়েছে।

এমইউ/আরএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।