মেঘনার ভাঙন থেকে ভোলাকে বাঁচাতে স্মারকলিপি প্রদান


প্রকাশিত: ১২:৪০ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৫

ভোলা জেলা সদরের (রাজাপুর, ইলিশাসহ ৫ ইউনিয়ন) মেঘনার কড়াল ভাঙন থেকে রক্ষার দাবিতে মঙ্গলবার টানা আন্দোলনের সপ্তম দিনে জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও ও অবস্থান কর্মসূচি পালন করেন এলাকার কয়েকশ নারী-পুরুষ।

উত্তর ভোলা বাঁচাও সংগ্রাম কমিটির ব্যানারে এ আন্দোলন চলছে। একই দাবিতে ঢাকায় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করার পর ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বৃষ্টি উপক্ষো করে কয়েকশ নারী-পুরুষ অবস্থান নেন। এসময় সিসি ব্লক ও জিও টিউব ডাম্পিং করার দাবি জানিয়ে লিফলেট বিতরণ করা হয়। ভোলা বাঁচাও সংগ্রাম কমিটির পক্ষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়।

এক মাসে ৩ কিলোমিটার এলাকা মেঘনায় বিলীন হওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডকে দায়ি করেছেন সংগ্রাম কমিটির নেতারা। এসময় জেলা প্রশাসক মো. সেলিম রেজা, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইউনুছ আন্দোলনে একাত্মতা প্রকাশ করে জানান, ভোলাকে রক্ষা করার জন্য সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ নদী ভাঙন এলাকা পরির্দশন করে ভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন পানি উন্নয়ন বোডের কর্মকর্তাদের। কাজ শুরু করার কয়েক দিন না যেতে হঠাৎ ভাঙন ভয়াবহ আকার ধারণ করে। এতে বিলীন হয়ে যাচ্ছে কয়েকশ কোটি টাকার সম্পদ। এতেই ক্ষিপ্ত হয়ে উঠেন স্থানীয়রা।

অবস্থান কর্মসূচি পালনকালে বক্তব্য রাখেন সংগ্রাম কমিটির আহ্বায়ক আওয়ামী লীগ নেতা সায়েদ আলী, ভোলা স্বার্থ রক্ষা উন্নয়ন কমিটির সম্পাদক অমিতাভ অপু, সাবেক ছাত্রলীগ সভাপতি আবিদুল আলম, রফিকুল ইসলাম মাস্টার, মোস্তফা মেম্বার প্রমুখ। এদিকে ভোলা বারের আইনজীবীরা আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করেছেন।

অমিতাভ অপু/এমজেড

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।