বুধবারের মধ্যেই শ্রমিকরা বেতন পাবেন : শিল্প পুলিশ সুপার


প্রকাশিত: ১২:৩৩ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৫

শিল্প পুলিশ-৪, নারায়ণগঞ্জের পরিচালক পুলিশ সুপার সানা শামীনুর রহমান বলেছেন, ঈদ উপলক্ষ্যে মঙ্গলবার ও বুধবারের মধ্যে শতভাগ শিল্প কারখানার শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ সম্পন্ন হবে। যদি কোনো শিল্প কারখানা শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ না করে, সেক্ষেত্রে শ্রমিকদের রাস্তায় না নেমে আন্দোলন না করে শিল্প পুলিশকে অবহিত করার অনুরোধ জানান তিনি।

শিল্প পুলিশ মালিকদের সঙ্গে আলাপ-আলোচনা করে সমস্যার সমাধান করার আশ্বাস দেন। মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের অভ্যন্তরে অবস্থিত শিল্প পুলিশ-৪ এর সদর দফতরে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় পুলিশ সুপার এসব কথা বলেন।

পুলিশ সুপার বলেন, গত ঈদে শিল্প মালিকরা বেতন-ভাতা সুষ্ঠুভাবে পরিশোধ করায় শিল্প পুলিশ-৪ এর আওতাধীন নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও নরসিংদীর শিল্প কারখানায় কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আশা করি, এ ঈদেও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটবে না। শতভাগ শ্রমিকরা বেতন-ভাতা নিয়ে নিরাপদে বাড়ি যেতে পারবেন। শিল্প পুলিশ সব সময় সেবা দেয়ার জন্য প্রস্তুত রয়েছে।

তিনি মালিকদের উদ্দেশ্যে বলেন, ঈদের ছুটির সময় শিল্প পুলিশের পাশাপাশি আপনাদের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। শিল্প পুলিশ সার্বক্ষণিক নিরাপত্তা দিতে পুলিশি টহল আরও জোরদার করা হচ্ছে। তিনি আরও বলেন, জেলা পুলিশের সঙ্গে শিল্প পুলিশও মহাসড়কে যানজট নিরসন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছে।

এসময় আরো উপস্থিত ছিলেন, শিল্প পুলিশ-৪, নারায়ণগঞ্জ এর উপ-পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, সহকারী পুলিশ সুপার আবু রায়হান ও পুলিশ পরিদর্শক আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদ প্রমুখ।

হোসেন চিশতী সিপলু/এমজেড

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।