বঙ্গবন্ধু সেতু-গাইবান্ধা পর্যন্ত চার লেনের রাস্তা হবে


প্রকাশিত: ১১:৪০ এএম, ২২ সেপ্টেম্বর ২০১৫

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বর্তমান সরকারের আমলে দেশ এখন অনেক দুর এগিয়ে গেছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে উন্নয়নের জোয়ার লেগেছে। খুব তাড়াতাড়ি বঙ্গবন্ধু সেতু থেকে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলা পর্যন্ত নদী তীর দিয়ে চার লেনের রাস্তা নির্মাণ করা হবে।

বিশ্ব ব্যাংকের অর্থায়নে কয়েক হাজার কোটি টাকার এই প্রকল্পের কাজ শেষ হলে একদিকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সঙ্গে ঢাকার দূরত্ব কমবে। অপরদিকে তেমনি পাকা বাঁধ নির্মাণ করায় যমুনা নদী ভাঙন থেকে দেশের মানুষ রক্ষা পাবে। বর্তমান সরকার ছাড়া এমন বড় ধরনের উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হতে পারে না।

মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা সদরে ৫ তলা বিশিষ্ট আধুনিক রেস্টহাউসের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

জেলা প্রশাসক বিল­াল হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মোহম্মাদ গোলাম কিবরিয়া, জেলা পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমদ, কাজিপুর উপজেলা চেয়ারম্যান মোজ্জাম্মেল হক বকুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, জেলা আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ মুক্তা, জেলা পরিষদের প্রধান প্রকৌশলী মাহবুবুর রহমান প্রমুখ।

পরে মন্ত্রী সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এম শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলার আইনশৃংখলা কমিটির সভায় যোগদান করেন।

বাদল ভৌমিক/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।