১৫৮ রানেই শেষ বাংলাদেশ ‘এ’
ভারতের ঘরোয়া ক্রিকেটে রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন কর্ণাটকের বিপক্ষে ১৫৮ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ ‘এ’ দলের ইনিংস। লিটন দাস এবং শুভাগত হোম হাফ সেঞ্চুরি পেলেও দলের অন্য ব্যাটসম্যানদের ব্যর্থতায় বড় সংগ্রহ পায়নি সফরকারীরা। কর্ণাটক তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ ওভারে ২ উইকেটে ৫৩ রান সংগ্রহ করেছে।
মঙ্গলবার মহীসুরের শিখনাথ দত্ত স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক মুমিনুল হক। কর্ণাটকের বিপক্ষে লিটন দাস, শুভাগত হোম এবং শেষ দিকে সাকলায়েন সজীব ছাড়া আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের কোঠায় পৌঁছাতে পারেননি।
ব্যাটিংয়ে নেমে স্বাগতিক বোলারদের বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। দলীয় কোনো রান যোগ হওয়ার আগেই বিদায় নেন ওপেনার রনি তালুকদার (০)। এক রান যোগ হওয়ার পর আউট হন অধিনায়ক মুমিনুল হক (১)। দলীয় ২৭ রানের মাথায় এনামুল হক বিজয় (৫) বিদায় নেন। তিন বল পরেই কোনো রান না করে সাজঘরে ফেরেন সৌম্য সরকার (০)।
দলীয় ৪১ রানের মাথায় দলের সেরা পারফরমার নাসির হোসেনও (৮) ফিরে যান। দলীয় ৭৬ রানের মাথায় ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে লিটন ফিরে গেলে শেষ হয়ে যায় সফরকারীদের বড় রানের স্বপ্ন। লিটন দাশ ৫০ বলে ১১টি চারের সাহায্যে ৫০ রান করেন।
তবে কামরুল ইসলাম রাব্বিকে নিয়ে জুটি গড়েন শুভাগত হোম। তাদের জুটিতে একশত রানের কোটা পার করে বাংলাদেশ। এরপর একে একে শেষ দিকের বাকি ব্যাটসম্যান আউট হলে ১৫৮ রানে শেষ হয় বাংলাদেশ ‘এ’ দলের ইনিংস। শেষ দিকে সাকলাইন সজীব অপরাজিত ১৫ রান না করলে আরও খারাপ হতে পারতো সফরকারীদের অবস্থা। বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন শুভাগত হোম। ৬৫ বলে ৭টি চার এবং ১টি ছক্কায় এই রান করেন তিনি।
কর্ণাটকের পক্ষে ৪৯ রানে ৫টি উইকেট তুলে নেন প্রসিধ কৃষ্ণ।
আরটি/একে/আরআইপি