চালক-পথচারীদের ডকুমেন্টারি দেখিয়ে ট্রাফিক সচেতনতার কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৩ এএম, ১৬ অক্টোবর ২০১৯

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, মোটরসাইকেলে দুইজনের বেশি আরোহন না করা, চালক ও আরোহী উভয়কে হেলমেট পরিধান করা এবং রাস্তা পারাপারে জেব্রা ক্রসিং, ফুটওভারব্রিজ ও আন্ডারপাস ব্যবহারে সচেতন করার লক্ষ্যে সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাচ্ছে ঢাকা মহানগর পুলিশ(ডিএমপি)। কর্মসূচির অংশ হিসেবে সচেতনতামূলক ডকুমেন্টারি প্রদর্শনও করছে ট্রাফিক পুলিশ।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দিনব্যাপী ডিএমপির গুলশান ট্রাফিক জোনের কাকলী ট্রাফিক বক্সে ট্রাফিক উত্তর বিভাগ ও “জাগো ফাউন্ডেশন” যৌথ উদ্যোগে এমন সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করে।

অনুষ্ঠানে জাগো ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের ডিএমপি ট্রাফিক বিভাগের ডকুমেন্টারি ফিল্ম প্রদর্শন করা হয়। রাস্তায় চলাচলের নিয়মকানুন (রাস্তা পারাপারে ফুটওভারব্রীজ ব্যবহার, জ্রেবা ক্রসিং ব্যবহার) বাস স্টপেজ ব্যবহার, সড়ক দুর্ঘটনার কারণ, যানজটের কারণ, সড়ক দুর্ঘটনা ও যানজট নিরসনে করণীয় ইত্যাদি বিষয় ডকুমেন্টারিতে দেখানো হয়।

অনুষ্ঠানে ট্রাফিক উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার প্রবীর কুমার রায়সহ ট্রাফিক উত্তর বিভাগের অন্যান্য কর্মকর্তারা এবং জাগো ফাউন্ডেশনের ৭০/৮০ জন স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।

জেইউ/এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।