টাকা পরিশোধ না করে অপহরণ, মুক্তিপণ দাবি অতঃপর...
গাজীপুরের কালিয়াকৈর হতে অপহরণের দুই দিন পর মো. রাকিব মোল্লা (৩০) নামে এক ব্যক্তিকে রাজধানীর কলাবাগান থেকে উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে সংঘবদ্ধ অপহরণকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
অপহরণের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সোমবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১১টা থেকে মঙ্গলবার দিবাগত রাত (১৫ অক্টোবর) রাত দেড়টা পর্যন্ত র্যাব-৪ এর একটি দল কলাবাগান থানাধীন বক্স কালভার্ট রোড এলাকায় অভিযান চালিয়ে অপহৃত ব্যক্তিকে উদ্ধারসহ অপহরণকারীদের গ্রেফতার করে।
গ্রেফতাররা হলেন- রুবেল শিকদার (২৮), জাহিদ হাসান (২৮) ও আনোয়ার হোসেন ওরফে আনু (৩০)।
র্যাব-৪ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া কো-অর্ডিনেটর) সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, রাজধানীর আজিমপুরে একটি ফাস্টফুডের দোকানে চাকরি করেন মো. রাকিব মোল্লা (৩০)। তার বাড়ি গাজীপুরের সফিপুরে। কিছু দিন আগে একই এলাকার রুবেল শিকদারকে লাখ টাকা ধার দিয়েছিলেন তিনি। কিন্তু ৪৫ হাজার টাকা পরিশোধের পর বাকি টাকা দিতে তালবাহানা শুরু করেন রুবেল। টাকা না দিয়ে উল্টো রাকিবকেই অপহরণ করে দুই লাখ টাকা হাতিয়ে নেয়ার পরিকল্পনা করেন।
অপহরণের শিকার মো. রাকিব মোল্লা
রুবেলের পরিকল্পনায় গত ১৩ অক্টোবর দুপুর ১২টায় কালিয়াকৈর থানার সখিপুর আনসার একাডেমির প্রধান ফটকের উত্তর পার্শ্বের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক থেকে জোরপূর্বক একটি সাদা রঙের প্রাইভেটকারে রাকিবকে অপহরণ করা হয়। এরপর রাজধানীর কলাবাগান থানাধীন বক্স কালভার্ট রোডের একটি বাসায় দুই দিন আটকে রাখেন তারা।
ভুক্তভোগী রাকিবের আত্মীয়-স্বজনদের মোবাইলে মারধর ও কান্নার শব্দ শুনিয়ে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেন এবং মুক্তিপণের টাকা না দিলে মেরে ফেলার হুমকি দিতে থাকেন। অপহরণের ব্যাপারে ভুক্তভোগীর পরিবার র্যাবে অভিযোগ করলে তদন্ত ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে র্যাব-৪। এরপর র্যাব-৪ এর একটি দল সোমবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর কলাবাগান এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে রাকিব মোল্লাকে উদ্ধারসহ অপহরণকারী চক্রের তিনজনকে গ্রেফতার করে।
গ্রেফতার বাকি দুজন জিজ্ঞাসাবাদে জানায়, রাকিবের টাকা পরিশোধ না করতেই অপহরণের পরিকল্পনা করেন রুবেল। দুই লাখ টাকা মুক্তিপণ পেলে রুবেল ৫৫ হাজার এবং বাকি টাকা পেতেন অপহরণকারী অন্য সদস্যরা।
এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। পাশাপাশি জিজ্ঞাসাবাদে অপহরণের সাথে জড়িত আরও ২-৩ জনের নাম জানা গেছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান এএসপি সাজেদুল ইসলাম।
জেইউ/এমএসএইচ/এমকেএইচ