কাওড়াকান্দি ঘাট : গাড়ির জন্য ফেরির অপেক্ষা


প্রকাশিত: ০৯:০৯ এএম, ২২ সেপ্টেম্বর ২০১৫

দেশের অন্যতম নৌপথ কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটের শিমুলিয়া ঘাটে ঘরমুখো যাত্রীদের তীব্র চাপ থাকলেও শিবচরের কাওড়াকান্দি ফেরি ঘাটের চিত্র ভিন্ন। সকাল থেকে দীর্ঘ সময় নিয়ে ফেরিতে গাড়ি লোড করতে হচ্ছে। অনেকটাই পরিবহন শূন্যতায় ভুগছে ফেরিগুলো।

বিআইডব্লিউটিসির কাওড়াকান্দি ঘাট সূত্রে জানা যায়, গত দুইদিন গরুবাহী পরিবহনের চাপ থাকলেও মঙ্গলবার সকাল থেকে এই চাপ কমে গেছে। তাছাড়া ঢাকাগামী পরিবহন নেই বললেই চলে। ফলে কাওড়াকান্দি ঘাটে ফেরিতে গাড়ির তেমন চাপ নেই। অল্প পরিবহন নিয়েই ফেরিগুলোকে শিমুলিয়ার উদ্দেশ্যে ছেড়ে যেতে হচ্ছে। তবে শিমুলিয়া হতে পরিবহন ও যাত্রী বোঝাই হয়ে কাওড়াকান্দি ঘাটে এসে ভিড়ছে একেকটি নৌযান।

এদিকে প্রায় তিন সপ্তাহের মতো নাব্যতা সংকটের কারণে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছিল। চায়না মেজর ব্রিজের খননযন্ত্রসহ দেশীয় বেশ কয়েকটি খননযন্ত্র একযোগে কাজ করে নাব্যতা সংকট নিরসনের জন্য। কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটের হাজরা চ্যানেল মুখের এই নাব্যতা নিরসন হলে গত সপ্তাহ থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয় এই নৌরুটে। বর্তমানে এ রুটে চারটি রোরোসহ ১৮টি ফেরি চলাচল করছে।

একেএম নাসিরুল হক/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।