বান্দরবানে কালো পতাকা মিছিল ও সমাবেশ


প্রকাশিত: ০৭:১২ এএম, ২২ সেপ্টেম্বর ২০১৫

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবিতে এবং নারী-শিশু নির্যাতনের প্রতিবাদে বান্দরবানে কালো পতাকা মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি এবং হিল উইমেনস ফেডারেশন নামের দুটি সংগঠন। মঙ্গলবার সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে তারা বিক্ষোভ সমাবেশ করে।

পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সভাপতি ওয়াইচিংপ্রু মারমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ভাগ্যলতা তঞ্চঙ্গ্যা সঞ্চলনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বান্দরবান জেলা শাখার সভাপতি উছোমং মারমা । সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের সভাপতি বাচ্চু চাকমা, হিল উইমেনস ফেডারেশনের সভাপতি চঞ্চনা চাকমাসহ আরো অনেকে।

এ সময় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথভাবে বাস্তবায়িত না হওয়ায় পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতি ক্রমাগত জটিল থেকে জটিলতর অবস্থার দিকে ধাবিত হচ্ছে। চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন ছাড়া পার্বত্য সমস্যার প্রকৃত রাজনৈতিক সমাধান, শান্তি প্রতিষ্ঠা এবং সংকট থেকে উত্তরণ সম্ভব হতে পারে না। সমাবেশ থেকে তারা সরকারকে দ্রুত পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবি জানান।

সৈকত দাশ/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।