ফিলিপাইনে বিদেশি পর্যটকসহ অপহৃত ৪


প্রকাশিত: ০৬:৪২ এএম, ২২ সেপ্টেম্বর ২০১৫

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের একটি অবকাশযাপন কেন্দ্র থেকে তিন বিদেশি পর্যটকসহ চারজনকে অপহরণ করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। অপহৃতদের মধ্যে দুজন কানাডা, একজন নরওয়ে ও আরেকজন স্থানীয় নাগরিক রয়েছে। খবর বিবিসির।

দেশটির সেনাবাহিনীর মুখপাত্র আলবার্তো ক্যাবার জানান, মিন্দানাও অঞ্চলের সামাল দ্বীপের হলিডে ওসানভিউ অবকাশকেন্দ্র থেকে ওই চারজনকে অপহরণ করে নিয়ে গেছে বন্দুকধারীরা। তাৎক্ষণিকভাবে অপহরণকারীদের পরিচয় জানা যায়নি। তবে তারা নৌকায় করে ওই স্থান ত্যাগ করেছে।

ওই চারজনকে অপহরণ করার জন্যই বন্দুকধারীরা অবকাশকেন্দ্রটিতে হামলা চালিয়েছিল বলে তিনি জানান।

১৯৯০ সাল থেকে দেশটিতে মুসলিম জঙ্গিরা লোকজনকে অপহরণ করে মুক্তিপণ আদায় করছে।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।