প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সমাবেশ


প্রকাশিত: ০৬:০৮ এএম, ২২ সেপ্টেম্বর ২০১৫

জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরষ্কার ‘চ্যাম্পিয়ন অফ দ্যা আর্থ’ পুরষ্কার পাওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক লীগ, ন্যাপ ভাসানী ও কাজী আরেফ ফাউন্ডেশনের যৌথ উদ্যেগে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, জাতিসংঘের পুরস্কার লাভ করার মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্ব দরবারে আরো সম্মানিত করলেন। তার এ পুরস্কার বিজয়ে সমগ্র বাঙালি জাতি গর্বিত।

বিশ্বের দরবারে বাংলাদেশের মাথা উচুঁ করে দাঁড়ানোর সুযোগ করে দিলেন শেখ হাসিনা উল্লেখ করে তারা আরো বলেন, পরিবেশের প্রতি নিবেদিত প্রাণ এমন সব মানুষ ও সংগঠন যাদের উদ্যোগের ফলে পারিবেশে ইতিবাচক পরিবর্তন সাধিত হয়েছে তাদেরকেই এ পুরষ্কারের জন্য মনোনয়ন দেয়া হয়।

ন্যাপ ভাসানীর চেয়ারম্যান মোসতাক আহমেদ ভাসানীর সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহমেদ, জাতীয় গনতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।

আএসএস/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।