আয়কর মেলার শেষ দিন আজ


প্রকাশিত: ১২:৫২ এএম, ২২ সেপ্টেম্বর ২০১৫

সাত দিনের আয়কর মেলা হচ্ছে আজ। শুরু থেকেই সাড়া জাগানো এই আয়কর মেলা শেষ সময়ে আরো প্রাণবন্ত হয়ে উঠেছে। বেড়েছে আগ্রহী করদাতাদের সেবা নেয়ার পরিমাণ। গত ছয় দিনে টিনেজ করদাতাসহ সব শ্রেণি-পেশার করদাতারই আনাগোনা ছিল আয়কর মেলা প্রাঙ্গণে।

এদিকে সোমবার আয়কর মেলার ৬ষ্ঠ দিনে আয়কর আদায় হয় ৩০২ কোটি ২৩ লাখ ৪২ হাজার ৩৯৭ টাকা। তবে মেলা থেকে ৬ষ্ঠ দিন পর্যন্ত এ আদায় ছাড়িয়ে গেছে দেড় হাজার কোটি টাকার বেশি। মোট আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার ৬৪০ কোটি ৫৭ লাখ টাকা।

এদিনও দেশের বিভিন্ন স্থানে অনষ্ঠিত মেলায় করদাতারা স্বতঃস্ফূর্তভাবে সেবা গ্রহণ, আয়কর প্রদান, ই-টিআইএন নিবন্ধন ও পুনর্নিবন্ধন এবং রিটার্ন জমা দিয়েছেন। ঢাকাসহ সাতটি বিভাগ, ২৪টি জেলা, ১২টি উপজেলা ও ২০টি উপজেলায় ভ্রাম্যমাণ মেলা একযোগে অনুষ্ঠিত হয়।

সোমবার রাজধানীর বেইলি রোডে অনুষ্ঠিত আয়কর মেলা শেষে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন, এখন পর্যন্ত সারা দেশে রেকর্ডসংক্যক ছয় লাখ ৫০ হাজার ৫৬৫ জন করসংক্রান্ত সেবাগ্রহণ করেছেন।

৬ষ্ঠ দিনে এর পরিমাণ ছিল এক লাখ ১৬ হাজার ৪৩০ জন। এদিন ব্যক্তিশ্রেণির করদাতার আয়কজর রিটার্ন জমা পড়েছে ২৪ হাজার ৭৪৯টি। মোট রিটার্ন দাখিল হয়েছে এক লাখ ২২ হাজার ৮৫৫টি।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।