জমে ওঠেনি বনরূপা পশুর হাট


প্রকাশিত: ০৬:১৩ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৫

কোরবানি ঈদকে সামনে রেখে বসা রাজধানীর বনরূপার গরু-ছাগলের হাট এখনাে জমে ওঠেনি। ঈদের আর মাত্র তিন দিন বাকি থাকলেও বিমানবন্দরের পাশে অবস্থিত এই মাঠটিতে ক্রেতাদের তেমন ভিড় লক্ষ্য করা যায়নি। সোমবার বিকেলে সরেজমিন ঘুরে এরকম চিত্রই দেখা গেছে।

ব্যবসায়ীরা জানিয়েছেন, এখনো তারা তাদের প্রত্যাশিত বিক্রি শুরু করতে পারেননি। গত দুই দিনের বৈরি আবহাওয়ার কারণে এই মাঠটি অবস্থা খুবই খারাপ পরিস্থিতিতে রূপ নিয়েছে। চারদিকে পানি আর কাদায় স্বাভাবিকভাবে চলাফেরার পরিস্থিতিও নষ্ট হয়ে গেছে। তাই বেচাবিক্রি এখনো শুরু করা সম্ভব হয়নি।

দেখা গেছে, হাটটিতে ইতিমধ্যে কয়েক হাজার গরু আনা হয়েছে। তবে পুরো মাঠ ঘুরে কোথাও ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যায়নি। ব্যবসায়ীরা এখনো ক্রেতাদের অপেক্ষায় সময় পার করছেন।

এদিকে হাতেগোনা কয়েকজন ক্রেতা মাঠটিতে আসলেও গরুর দাম অনেক চড়া বলে অভিযোগ করেছেন। গত বছর যে গরু ৪০ হাজার টাকা দিয়ে কিনেছেন সেই গরুর দাম এবার ৭০ হাজার টাকা দাবি করা হচ্ছে বলে জানিয়েছেন তারা।


পুরো মাঠজুড়ে বিভিন্নভাবে ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা করা হলেও ক্রেতাদের অতিরিক্ত পানি আর কাদার কারণে ক্রেতাদের আকৃষ্ট করতে পারছেন না সংশ্লিষ্টরা।

তবে তারা জানিয়েছেন, মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার বেচা বিক্রি আরাে বেড়ে যাবে। শহরে কয়েকদিন আগে গরু ক্রয় করলেও রাখার জায়গা সংকুলান না থাকার কারণে ঈদের আগের দিন বেশিরভাগ লোক পশু ক্রয় করেন বলেও জানান তারা।

## বিক্রি কম, বনরূপা থেকে অন্য হাটে চলে যাচ্ছেন ব্যবসায়ীরা

এমএম/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।