আওয়ামী লীগ থেকেও বহিষ্কার হলেন লতিফ


প্রকাশিত: ০৫:০৫ পিএম, ২৪ অক্টোবর ২০১৪

ইসলাম নিয়ে কটূক্তি করায় লতিফ সিদ্দিকীকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে দলটির কার্য নির্বাহী কমিটি। দলের প্রেসিডিয়াম পদ থেকে তাকে বহিষ্কারের পর শুক্রবার তার প্রাথমিক সদস্যপদও বাতিল করা হল।

রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণভবনে আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন। এসময় তিনি এও জানান প্রাথমিক সদস্যপদ ফিরে পেতে লতিফ সিদ্দিকী আর কোন আবেদনও করতে পারবেন না।

সম্প্রতি দলের পক্ষ থেকে লতিফ সিদ্দিকীকে এ ব্যাপারে কারণ দর্শানোর নোটিশ দেয়া হলে তিনি তার জবাব দেন।

এর আগে ইসলাম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেওয়ায় তাকে ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে অপসারণ করা হয়। পাশাপাশি দলের প্রেসিডিয়াম পদ থেকেও তাকে বহিষ্কার করা হয়।

এদিকে ইসলাম নিয়ে কটূক্তি করায় আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ঢাকা সিএমএম কোর্টে দায়ের করা মামলার গ্রেফতারি পরোয়ানা শুক্রবার টাঙ্গাইল পৌঁছেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।