কৃষকদের ন্যায্যমূল্য দিয়ে ধান-গম সংগ্রহের সুপারিশ


প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৫

সরকারিভাবে ধান, গমসহ খাদ্যশস্য সংগ্রহের সময় কৃষকেরা যাতে ন্যায্যমূল্য পায় সে বিষয়ে দৃষ্টি দেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। আর এ বিষয়ে অনিয়ম দূর করতে যথাযথ পদক্ষেপ নেওয়াও সুপারিশ করেছে সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
 
সোমবার বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির ১৭তম বৈঠকে এ সুপারিশ করা হয়। খাদ্যশস্য সংগ্রহ ও আমদানির ক্ষেত্রে সরকারের ভাবমূর্তি যাতে নষ্ট না হয় সেজন্য মধ্যস্বত্বভোগী এবং অসাধু ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে কমিটি।

বৈঠকে জানানো হয়, সরকারিভাবে ধান, গম ও খাদ্যশস্য সংগ্রহে বরাবরই অনিয়মের অভিযোগ ওঠে। আগামীতে যেন কোনো অনিয়মের অভিযোগ না আসে সেদিকে সংশ্লিষ্টদের দৃষ্টি রাখার কথা বলা হয়েছে।
বৈঠকে বর্তমান সরকারের অঙ্গীকার অনুযায়ী দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে খাদ্য মন্ত্রণালয় বাস্তবায়নাধীন পাঁচটি প্রকল্পের অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়েছে।

৯ম জাতীয় সংসদের প্রথম থেকে শেষ অধিবেশন পর্যন্ত এবং ১০ম জাতীয় সংসদে সম্প্রতি সমাপ্ত অধিবেশন পর্যন্ত সময়ে সংসদের ফ্লোরে প্রধানমন্ত্রীর বিভিন্ন প্রতিশ্রুতি নিয়েও আলোচনা হয়।

কমিটির সভাপতি কাজী কেরামত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন, কমিটির সদস্য অ্যাডভোকেট রহমত আলী, শহীদুজ্জামান সরকার, আব্দুল কুদ্দুস, এ কে এম শাহজাহান কামাল ও মীর মোস্তাক আহমেদ রবি।

এইচএস/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।