কাঁদা পানিতে ভাসছে বনরূপার পশুর হাট


প্রকাশিত: ০৩:৪২ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৫

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরু ছাগলের হাট বসেছে বিমানবন্দরের পাশে খিলক্ষেতের বনরূপা মাঠে। তবে গত দুই দিনের বৃষ্টিতে হাটটির বেশিরভাগ অংশই এখন পানিতে ভাসছে। এদিকে অতিরিক্ত কাঁদা জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে হাটের রাস্তা। সোমবার বিকেলে সরেজমিন হাট পরিদর্শন করে এ রকম চিত্রই দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, হাটটির প্রবেশ পথে থেকেই সড়কে পানি জমে গেছে। ফলে ক্রেতা-বিক্রতার চলাফেরা এবং অনবরত গাড়ি চলাচলের কারণে রাস্তাটি হাঁটার অনুপযোগী হয়ে পড়েছে। একের পর এক বড় বড় পশুবাহী ট্রাক চলাচলের কারণে রাস্তাটির অবস্থা আরো বেহাল হয়েছে।

জানা গেছে, হাটটির ইজারা নিয়েছেন মো. আসলাম উদ্দিন। হাসিল ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। তবে পুরো মাঠটির বেশিরভাগ অংশে পানি থাকার কারণে অনেক ব্যবসায়ীকে গরু-ছাগল রাখতে হয়েছে পানি ও কাঁদার মধ্যেই। পানি আর কাঁদায় হাটের অবস্থা খারাপ হওয়ার কারণে অনেক ক্রেতাই নানাভাবে ক্ষোভ প্রকাশ করেছেন এ প্রতিবেদকের কাছে।

এদিকে, নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাঠজুড়ে টহল দিতে দেখা গেছে। পাশাপাশি জাল টাকা পরীক্ষা করতে হাটের বেশ কয়েকটি স্থানে স্থাপন করা হয়েছে বুথ ।

ব্যবসায়ীরা জানান, বৃষ্টির কারণে ক্রেতারা মাঠে প্রবেশ করছেন না। এমনকি বেচাকেনাও এখনো ভালো ভাবে শুরু হয়নি। পাবনা, কুষ্টিয়া, নাটোরসহ দেশের বিভিন্ন জেলা থেকে পশু আনা হয়েছে এই মাঠে। তবে খুব শিগগিরই হাট জমে উঠবে বলে আশাবাদী এই হাটের ব্যবসায়ীরা।

এমএম/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।