এলাকায় ফিরলেন নূর হোসেনের ভাতিজা
৪১ দিন কারাভোগের পর জামিনে ছাড়া পেলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩ নং ওয়ার্ড কাউন্সিলর শাহ জালাল বাদল। তিনি সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের ভাতিজা।
সোমবার বিকালে নারায়ণগঞ্জ জেলা কারগার থেকে ছাড়া পান তিনি। পরে সন্ধ্যায় কাউন্সিলর বাদল নয়াআটি মুক্তনগরস্থ তার বাস ভবনে পৌঁছালে দলীয় নেতাকর্মী ছাড়াও এলাকার লোকজন তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় কাউন্সিলর শাহ জালাল বাদল সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, নূর হোসেনের পরিবারের প্রতি আপনাদের ভালোবাসা দেখে আমি মুগ্ধ। আমার চাচা এবং আমি আপনাদের পাশে সব সময় ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকব।
আপনারা জানেন, একটি মিথ্যা মামলায় আমার চাচা নূর হোসেন ভারতের কারাগারে বন্দি রয়েছেন। আপনারা তার জন্য দোয়া করবেন।
সাত খুন ঘটনার পর দীর্ঘদিন পলাতক থাকার পর ১০ আগস্ট একটি অস্ত্র মামালায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
২০১৪ সালের সাত খুনের পর ওই বছরের ৫ মে জেলা প্রশাসন নূর হোসেন, শাহজালাল বাদল ও তার সহযোগীদের ১১টি অস্ত্রের লাইসেন্স বাতিল করে। ওই অস্ত্র উদ্ধারের ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি অস্ত্র মামলা হয়।
হোসেন চিশতী সিপলু/এমএএস/আরআইপি