গাইবান্ধায় মাদকসহ আটক ৬


প্রকাশিত: ০১:৪৩ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৫

গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ ও সাঘাটা উপজেলা থেকে মানবদেহের জন্য ক্ষতিকর বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ সোমবার ৬ ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।

আটকরা হলেন, গাইবান্ধা সদর উপজেলার হরিণ সিংহা গ্রামের সুজন (২৬), মন্টু মিয়া (৬০), শাহজাদা মিয়া (২২), সুন্দরগঞ্জের নিজপাড়া গ্রামের চান মিয়া (৩৫), সাঘাটা উপজেলার চিথুলিয়া গ্রামের নির্মল রবিদাস (৩৬) এবং দুলালী রবিদাস (৩০)।

জানা গেছে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও জেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়ে গাইবান্ধা সদর উপজেলার হরিণ সিংহা সুন্দরগঞ্জের নিজপাড়া ও সাঘাটা উপজেলার চিথুলিয়া গ্রাম থেকে চারশ বোতল রেক্টিফাইড স্পিরিট, গাজা ও চোলাই মদ উদ্ধার করেন। এ সময় এক নারীসহ ওই ছয় মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এসএইচএম মাগফুরুল হাসান আব্বাসী তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএইচএম মাগফুরুল হাসান আব্বাসী বিষয়টি নিশ্চিত করেছেন।

অমিত দাশ/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।