৫ দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দর
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর হিলি স্থলবন্দর আগামী ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ৫ দিন বন্ধ থাকবে।
তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট পথে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি রফিকুজ্জামান।
স্থলবন্দরটি ব্যবহারকারী বাংলা হিলি কাস্টমস সি অ্যান্ড এফ এজেন্ট এসোসিয়েশনের এক সভায় গত বৃহস্পতিবার এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সংগঠনটির মো. আবুল কাশেম আজাদ জানান, আগামী ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত এ স্থলবন্দর পথে ভারতের সঙ্গে সকল প্রকার আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ইতোমধ্য এ সংক্রান্ত চিঠি বাংলা হিলি এবং ভারত হিলি কাস্টমস, বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্ট লি., হিলি স্থলবন্দর উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্র ও সোনালী ব্যাংক লি. হাকিমপুর শাখা কর্তৃপক্ষ বরাবর পাঠানো হয়েছে।
এমদাদুল হক মিলন/এসএস/পিআর