রাজধানীতে প্রচেষ্টার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
দরিদ্র মানুষদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে প্রচেষ্টা ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে রাজধানীর আদাবর থানায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার অনুষ্ঠিত এ ক্যাম্পে আদাবর থানার প্রায় পাঁচশত দরিদ্র গ্রামবাসীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, তিনশত এর বেশি মানুষকে চিকিৎসা সেবা প্রদান এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।
চিকিৎসা শিবিরে দিনব্যাপী সেবা প্রদান করেন রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট মহাখালীর সিনিয়র মেডিকেল অফিসার ডা. আমিরুজ্জামান, ইবনে সিনা হাসপাতালের রেজিস্টার ডা. তামান্না তানিয়া আফরোজ, বাংলাদেশ মেডিকেল কলেজের সার্জন ডা. গাজী গিয়াস উদ্দীন এবং মহাখালী ক্যান্সার হাসপাতালের রেডিওলজিস্ট ডা. লুৎফর কবির।
সহযোগী সংগঠন হিসেবে ছিল চেইঞ্জ ও থ্যালাসেমিয়া ফাউন্ডেশন বাংলাদেশ। সার্বিক সহযোগিতায় ছিলেন মেডিকেল ক্যাম্পের আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম সজিব, মো. সেলিম, তানভীরুল বারি, রিপন রিজভী, মানিক ইসলাম, মিরাজ ডন।
চিকিৎসা সেবা প্রদানকালে প্রধান অতিথি হিসেবে পরিদর্শনে আসেন এস পি হাসপাতালের চেয়ারম্যান ডা. এস চক্রবর্তী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক রহিমা আকতার মৌ, প্রচেষ্টা ফাউন্ডেশন বাংলাদেশ এর উপদেষ্টা ও অহনিশ ফ্লীমস এর সিইইউ হাসান আল বান্না, থ্যালাসেমিয়া ফাউন্ডেশন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক ডা. মো. আবদুর রহিম।
এছাড়া রাইটস এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দাউদ ফেরদৌস, প্রচেষ্টা ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা পরিচালক মঈন উদ্দীন আকবর, প্রচেষ্টা চট্টগ্রাম বিভাগীয় প্রধান শাহজাহান সেলিম আরো উপস্থিত ছিল প্রচেষ্টার কেন্দ্রীয়, ঢাকা মহানগর ও জেলার দায়িত্বশীল ও সদস্য বৃন্দ।
এসকেডি/পিআর