মেট্রোরেলে ‘বলি’ শতায়ু বৃক্ষটি!

মনিরুজ্জামান উজ্জ্বল
মনিরুজ্জামান উজ্জ্বল মনিরুজ্জামান উজ্জ্বল , বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:০৪ পিএম, ০৫ অক্টোবর ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দোয়েল চত্বরের উত্তর পাশে বেশ খানিকটা রাস্তা ঘেরাও দিয়ে ভেতরে মেট্রোরেল ট্রান্সপোর্টের (এমআরটি) কাজ চলছে। টিএসসি থেকে তিন নেতার মাজার হয়ে বাঁক ঘুরে সোজা কয়েক গজ সামনে এগিয়ে গেলেই ভেতরে কোমরসমান উচুঁ প্রাচীরের দিকে তাকালেই ভেতরে গাছের বিশাল সাইজের বড় বড় গুঁড়ি পড়ে থাকতে দেখা যায়। খানিকটা জায়গাজুড়ে এদিক-সেদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে গাছের ছোটবড় ডাল ও লতাপাতা।

tree

কৌতূহলবশত এ প্রতিবেদক মেট্রোরেলের একজন কর্মীকে ডেকে জানতে চাইলেন, ‘এত্ত বড় বড় গাছের গুঁড়ি পড়ে আছে, এখানে মোট কয়টি গাছ কাটা হয়েছে?’ প্রশ্ন শুনে মেট্রোরেলকর্মী কিছুটা হকচকিত হয়ে বললেন, ‘স্যার, কী কন, এগুলা তো গাছ না, একটা গাছের ডাল। মাথা উঁচা কইরা ওই যে দেখেন ওপরের বড় গাছটা, ডালপালা কাটা। ক্রেনে কইরা ওপরে উইঠ্যা বড় ইলেকট্রিক করাত দিয়া ডালগুলো কাটছে। যেই বুইড়া গাছ, পুরা গাছ কাটতে অনেক দিন লাগব।’

tree

ভালো করে মাথা উঁচু করে তাকাতেই দেখা গেল, বিশাল আকারের গাছটা হাজারও সবুজপাতায় আচ্ছাদিত। ইলেকট্রিক করাত দিয়ে গাছটির মোটা মোটা ডালপালা কেটে ফেলায় গাছটি সৌন্দর্যের হানি ঘটেছে।

tree

শিশু একাডেমির আশপাশের নার্সারি ও মৃতশিল্পের ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে আলাপকালে গাছটির প্রকৃত বয়স জানা না গেলেও অধিকাংশ লোকজনই গাছটির বয়স একশ বছরের বেশি হবে বলে ধারণা করেন।

tree

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের উন্নয়ন প্রকল্পের মধ্যে এমআরটি অন্যতম। রাজধানীর বিভিন্ন এলাকায় এমআরটি প্রকল্পের কাজ চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিশু একাডেমির সামনের স্বপ্নের এমআরটি কাজ করার জন্য শত বছরের পুরনো বেশ কয়েকটা গাছ ইতোমধ্যে কাটা পড়েছে এবং পড়বে বলে জানান প্রকল্পের লোকজন।

এমইউ/বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।