রাজধানীতে অস্ত্র ও গুলিসহ ৬ ডাকাত গ্রেফতার
অডিও শুনুন
রাজধানীর শ্যামপুর থানা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ। রোববার রাতে তাদেরকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ সুমন, মো. জাহেদ মীর, মো. বাদল মিয়া, মো. রিফাত শিকদার, কাজী আফজাল ও মো. আনোয়ার হোসেন। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি রিভলবার, ২ রাউন্ড গুলি, ২টি চাপাতি ও ১টি উন্নতমানের খেলনা পিস্তল উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি’র উপ-কমিশনার(ডিসি, মিডিয়া) মুনতাসিরুল ইসলাম। তিনি জাগো নিউজকে জানান, দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে কিছু দুষ্কৃতিকারী বাসা-বাড়ি, ব্যাংক বা প্রতিষ্ঠানে ডাকাতি করার পরামর্শ করছিল। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে শ্যামপুর থানা এলাকা হতে তাদের আটক করা হয়।
তিনি জানান, সাধারণত রাজধানীসহ আশেপাশের এলাকায় তারা ডাকাতি করে থাকে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শ্যামপুর থানায় ২টি পৃথক নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
যুগ্ম পুলিশ কমিশনার (ডিবি) মো. মনিরুল ইসলামের নির্দেশে, ডিসি-ডিবি (পূর্ব) মোঃ মাহবুব আলম ও এডিসি খন্দকার নুরুন্নবীর তত্ত্বাবধানে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার স্নিগ্ধ আখতার এ অভিযান পরিচালনা করেন।
জেইউ/এআরএস/এমএস