ডিএমপি’র সহস্রাধিক কনস্টেবলকে এএসআই পদে পদোন্নতি


প্রকাশিত: ০৫:৫৪ এএম, ২১ সেপ্টেম্বর ২০১৫

ঈদের আগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিম্ন পর্যায়ে এক হাজার ১ শ’ ৭১ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে। তাদেরকে কনস্টেবল থেকে পদোন্নতি দিয়ে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) করা হয়েছে।

ডিএমপি সূত্রে জানা গেছে, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া রোববার এ সংক্রান্ত ফাইলে সই করেছেন।

এছাড়া সহকারী টাউন উপপরিদর্শক (এটিএসআই) পদে থাকা ২৮ জনকে পদোন্নতি দিয়ে টাউন উপ-পরিদর্শক (টিএসআই) করা হয়েছে। আর সহকারী টাউন উপপরিদর্শক (এটিএসআই) হয়েছেন ৪৩ জন।

এর আগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লোকবল বাড়াতে গত ৬ সেপ্টেম্বর সাত হাজার ১৩৯টি নতুন পদ সৃষ্টি করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।