‘বাংলাদেশে নারী দারিদ্র্যের হার বেশি’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২৯ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৯

বাংলাদেশে নারী দারিদ্র্যের হার বেশি জানিয়ে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, ‘এটা দ্রুত হারে কমিয়ে আনতে হবে।’

সোমবার ঢাকার ইস্কাটনে মহিলা বিষয়ক অধিদফতর আয়োজিত ‘জাতীয় কন্যা শিশু দিবস-২০১৯’ উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবারের কন্যা শিশু দিবসের প্রতিপাদ্য করা হয়েছে ‘কন্যা শিশুর অগ্রযাত্রা, দেশের জন্য নতুন মাত্রা।’

প্রতিমন্ত্রী বলেন, ‘কন্যা শিশুর উন্নয়নের মাধ্যমে পরিবার, সমাজ, দেশ ও বিশ্ব উপকৃত হয়। দেশের উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূর করার জন্য কন্যা শিশুর উন্নয়ন দরকার। আজকের কন্যা শিশুরা ২০৪১ সালের উন্নত বাংলাদেশের নেতৃত্ব দেবে।’

ফজিলাতুন নেসা বলেন, ‘নারীদের বাদ দিয়ে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। এ জন্য সরকার সকল উন্নয়ন লক্ষ্যমাত্রা ও দীর্ঘমেয়াদী পরিকল্পনায় শিশুদের বিশেষ করে কন্যা শিশুদের স্বার্থসংশ্লিষ্ট সকল বিষয় অন্তর্ভুক্ত করেছে। সরকারের ১৫টি মন্ত্রণালয় ৮০ হাজার ১৯০ কোটি টাকার শিশুকেন্দ্রিক বাজেট বাস্তবায়ন করছে।’

Idira-

তিনি বলেন, ‘সরকার কন্যা শিশুদের এগিয়ে নেয়ার জন্য প্রাক প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ ও উপবৃত্তি প্রদান করছে। যার ফলে বাংলাদেশে নারী শিক্ষার হার দ্রুততার সাথে বৃদ্ধি পেয়েছে।’

কন্যা শিশুর অগ্রযাত্রায় বাল্যবিবাহ সবচেয়ে বড় বাধা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘বাল্যবিবাহ নিরোধ আইন ও বাল্যবিবাহ নিরোধকল্পে জাতীয় কর্মপরিকল্পনা (২০১৮-২০৩০) প্রণয়ন করা হয়েছে। তবে শুধু আইন দিয়ে নয়, সবার সম্মিলিত চেষ্টায় সমাজ থেকে বাল্যবিবাহ দূর করা সম্ভব।’

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক বদরুন নেসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব শেখ রফিকুল ইসলাম।

আরএমএম/আরএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।