বিশ্বে চাল ভোগেও বাংলাদেশ চতুর্থ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২:৩৮ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৯

বিশ্বের ৩৫০ কোটির বেশি মানুষের প্রধান খাদ্য ভাত। বাংলাদেশেও খাদ্য তালিকায় চাল প্রধানতম পণ্য। এই চাল উৎপাদনের দিক থেকে বিশ্বে চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশ। শুধু উৎপাদন নয় চাল ভোগেও বাংলাদেশ চতুর্থ।

পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় এশিয়ায় মাথাপিছু চাল ভোগের পরিমাণ বেশি। বিশ্বে যত চাল খাওয়া হয়, তার ৯০ শতাংশই হয় এশিয়ায়। মোট ৬০ শতাংশ চাল ভোগ করা হয় চীন, ভারত ও ইন্দোনেশিয়ায়।

চাল ভোগের দিক থেকে সবার ওপরে আছে চীন। এরপরই ভারত ও ইন্দোনেশিয়া। চাল উৎপাদনেও প্রথম দিকে রয়েছে যথাক্রমে চীন, ভারত ও ইন্দোনেশিয়া।

চাল উৎপাদনে শীর্ষ ১০ দেশ

১. চীন, ২. ভারত ৩. ইন্দোনেশিয়া, ৪. বাংলাদেশ, ৫. ভিয়েতনাম, ৬. ফিলিপাইন, ৭. থাইল্যান্ড, ৮. মিয়ানমার, ৯. জাপান, ১০. ব্রাজিল।

সূত্র: ইউডিএসএ

জেডএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।