বিশ্বে চাল ভোগেও বাংলাদেশ চতুর্থ
বিশ্বের ৩৫০ কোটির বেশি মানুষের প্রধান খাদ্য ভাত। বাংলাদেশেও খাদ্য তালিকায় চাল প্রধানতম পণ্য। এই চাল উৎপাদনের দিক থেকে বিশ্বে চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশ। শুধু উৎপাদন নয় চাল ভোগেও বাংলাদেশ চতুর্থ।
পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় এশিয়ায় মাথাপিছু চাল ভোগের পরিমাণ বেশি। বিশ্বে যত চাল খাওয়া হয়, তার ৯০ শতাংশই হয় এশিয়ায়। মোট ৬০ শতাংশ চাল ভোগ করা হয় চীন, ভারত ও ইন্দোনেশিয়ায়।
চাল ভোগের দিক থেকে সবার ওপরে আছে চীন। এরপরই ভারত ও ইন্দোনেশিয়া। চাল উৎপাদনেও প্রথম দিকে রয়েছে যথাক্রমে চীন, ভারত ও ইন্দোনেশিয়া।
চাল উৎপাদনে শীর্ষ ১০ দেশ
১. চীন, ২. ভারত ৩. ইন্দোনেশিয়া, ৪. বাংলাদেশ, ৫. ভিয়েতনাম, ৬. ফিলিপাইন, ৭. থাইল্যান্ড, ৮. মিয়ানমার, ৯. জাপান, ১০. ব্রাজিল।
সূত্র: ইউডিএসএ
জেডএ/এমকেএইচ