মন্ত্রণালয় ও সচিবের স্বাক্ষর জালিয়াতি : আটক ৩
নারায়ণগঞ্জে দুটি মসজিদের নামে দুই লাখ টাকার অনুদানের জন্য মন্ত্রণালয়ের ভুয়া চিঠি ও একজন উপ সচিবের স্বাক্ষর জাল করার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। রোববার বিকেলে নারায়ণগঞ্জ জেলা পরিষদে এসে ওই প্রতারণার সময় তিনজনকে আটক করা হয়। এ ঘটনায় নারায়ণগঞ্জ জেলা পরিষদের উচ্চমান সহকারী আবুল হাসেম বাদী হয়ে ফতুল্লা থানায় একটি মামলা করেছেন।
আটকদের মধ্যে, বাবুল আহম্মেদ (৪০) ও সোহরাব মিয়ার (৩০) বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায়। অন্যজন আব্দুল হাই ওরফে আহসান উল্লাহ’র (৪২) বাড়ি ঢাকাতে।
জানা গেছে, কয়েক দিন আগে বাবুল আহম্মেদ সোনারগাঁয়ের বাইশটেকি উত্তরপাড়া শাহী জামে মসজিদ ও সোনারগাঁও বাইশটেকি মধ্যপাড়া জামে মসজিদের নামে আলাদা দুটি চিঠিতে এক লাখ করে দুই লাখ টাকার জন্য আবেদন করেন। ওই সময়েই বাবুল আহম্মেদ নিজেদের সরকারদলীয় নেতা পরিচয় দিয়ে বলেন, এটি সচিবের পাঠানো চিঠি।
পরে চিঠি দুটি গত বৃহস্পতিবার অনুমোদনের জন্য নির্বাহী কর্মকর্তার টেবিলে এলে এর স্মারক নম্বর ও উপসচিবের সই দেখে কাজী মেরাজ হোসেনের সন্দেহ হয়। কিন্তু সন্দেহের বিষয়টি গোপন রেখে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে খোঁজ নেন তিনি। জানতে পারেন চিঠিতে উপ-সচিব জোবায়দার সই জাল করা হয়েছে। এমনকি চিঠির স্মারক নম্বরও সঠিক নয়।
এরপর আবেদনকারীদের সশরীরে হাজির হওয়ার জন্য ডেকে পাঠান তিনি। এর পরিপ্রেক্ষিতে বেলা ১১টার দিকে তিন আবেদনকারী হাজির হন নারায়ণগঞ্জ জেলা পরিষদে। এ সময় তাদের আটক করা হয়। নির্বাহী কর্মকর্তার জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা জালিয়াতির কথা স্বীকার করেন।
ফতুল্লা মডেল থানা পুলিশের ওসি আসাদুজ্জামান জাগো নিউজকে জানান, তিনজনকে প্রতারণা মামলায় গ্রেফতার করা হয়েছে।
শাহাদাৎ হোসেন/এমএএস/বিএ