আলোর পরিবর্তে অন্ধকার নামছে বিশ্ববিদ্যালয়গুলোয়

সায়েম সাবু
সায়েম সাবু সায়েম সাবু , জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০৯ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৯

ফের অশান্তি বিশ্ববিদ্যালয়ে। দুর্নীতির খবরে অস্থির হয়ে উঠছে একের পর এক ক্যাম্পাস। ছাত্র রাজনীতির কারণে অস্থিরতা থাকলেও এবার উপাচার্যদের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে সমর্থন জুগিয়েছে শিক্ষকদেরও একাংশ।

উচ্চশিক্ষা ব্যবস্থা এবং উপাচার্যদের অনিয়ম প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয় গবেষক, শিক্ষাবিদ অধ্যাপক ড. আনিসুজ্জামানের কাছে।

ড. আনিসুজ্জামান বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে সম্প্রতি যে ধরনের খবর প্রকাশ পাচ্ছে, তাতে চরম হতাশা প্রকাশ করা ছাড়া উপায় নেই। বিশ্ববিদ্যালয়গুলোয় শিক্ষার পরিবেশ আর থাকছে না। বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে উচ্চশিক্ষা বিস্তারের বাতিঘর। এখানে সবচেয়ে মেধাবীরা আসে আলোকিত হতে। সেখানে যদি অন্ধকার নেমে আসে, তাহলে সমাজ আর আলোর পথ দেখবে না। আলোর পরিবর্তে অন্ধকার নামছে বিশ্ববিদ্যালয়গুলোয়।’

এই অধ্যাপক বলেন, প্রশ্ন হচ্ছে, ‘আমরা কোন পথে যাচ্ছি? বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের যে নেতিবাচক খবর প্রকাশ পাচ্ছে, তা কোনোভাবেই একটি সমাজের জন্য মঙ্গল হতে পারে না। শিক্ষাপ্রতিষ্ঠানে অশান্তি থাকলে, আপনি কোথাও শান্তি পাবেন না। উপাচার্যরা দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন! অবাক ঘটনা। কেন এমন হচ্ছে, তা আগে ভাবতে হবে। আমাদের মূলে যেতে হবে। নইলে রক্ষা নেই। আপনি সাময়িক সমাধান খুঁজলে ফের অনিয়মকে প্রশ্রয় দিলেন।’

সংকট নিরসনে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে তিনি বলেন, ‘কী ঘটছে বিশ্ববিদ্যালয়গুলোয়, কারা এই অশান্তির জন্য দায়ী তা খুঁজে বের করতে হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন তদন্ত করার উদ্যোগ নিয়েছে। এটি ভালো খবর। সঠিক তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া জরুরি বলে মনে করছি।’

এএসএস/বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।