২০১৯ সালের মধ্যেই মধ্যম আয়ের দেশ হবে বাংলাদেশ
২০১৯ সালের মধ্যেই বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে পরিনত হবে। সেই লক্ষ্যে কাজ করছে সরকার। ইতলির মিলানে বাণিজ্য মেলায় তোফায়েল আহমেদ এ কথা বলেন।
মন্ত্রী বলেন, মধ্যম আয়ের দেশে পরিনত হওয়া বাংলাদেশের এখন সময়ের ব্যাপার।দেশের মানুষ এখন উন্নত জীবন যাপন করছে। তাই জনগণ সুখে থাকতে চাইলে ক্ষমতাসীন সরকারকে সহযোগিতা করতে হবে।
বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেন,
মিলান আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিশ্বের একশ ৪৭ টি দেশ অংশ নিয়ে নিজ নিজ দেশের বিখ্যাত পণ্য তুলে ধরেছে। কৃষি প্রধান দেশ হিসেবে বাংলাদেশ প্যাভিলিয়নে কৃষি সামগ্রী তুলে ধরে বিশ্বের কাছে নিজেদের পরিচয় করিয়ে দিচ্ছে সরকার।
এসময় বাংলাদেশ দূতাবাস ইতালির রাষ্ট্রদূত মোহাম্মদ শাহাদাত হোসেন জাতীয় পতাকা শরীরে জড়িয়ে দর্শক সারিতে বসে বাংলা গান উপভোগ করেন।এর আগে মন্ত্রীর আগমনে মিলান আ.লীগসহ এর অংগ সংগঠনের নেতাকমীরা তাকে অভ্যর্থণা জানান।
এএইচ/আরআইপি