জনগণের অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করছেন শেখ হাসিনা : অর্থমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:২৪ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৯

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে জন্যই দেশে উন্নয়ন অব্যাহত রয়েছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক-এডিবি আয়োজিত ‘হার্নেস ব্লকচেইন টেকনোলজি ফর ডেভলপমেন্ট’ শীর্ষক ইন্টারন্যাশনাল কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, তিনশ বছর আগে পৃথিবীতে কোনো উন্নয়ন হয়নি, যা হয়েছে বিগত তিনশ বছরে। বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে তা বর্তমান সরকারের আমলেই হয়েছে।

তিনি বলেন, আগামী পাঁচ বছরের উন্নয়নের বাস্তবতা অতীতের সব ইতিহাসকে হার মানাবে। দেশে এখন যে উন্নয়ন হচ্ছে তা অবশ্যই টেকসই। আগামীতে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ফরিদা নাসরিন, বাংলাদেশ রেসিডেন্ট মিশনের কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরএম/এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।