তুরস্ক উপকূলে নৌকা ডুবে ১৩ অভিবাসীর মৃত্যু
তুরস্ক উপকূলে অভিবাসীদের বহনকারী একটি নৌকার সঙ্গে ফেরির ধাক্কায় অন্তত ১৩ অভিবাসীর মৃত্যু হয়েছে। রোববার তুরস্কের কানাক্কালি বন্দরের কাছে এ দুর্ঘটনা ঘটেছে বলে কোস্টগার্ড কর্মকর্তারা জানিয়েছেন। খবর বিবিসির।
অভিবাসীদের বহনকারী নৌকাটি গ্রিসের লেসবস দ্বীপের দিকে যাওয়ার সময় ফেরির ধাক্কায় ডুবে যায়। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় অন্তত ৮ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে শনিবার তুরস্ক উপকূল থেকে সিরিয়ার পাঁচ বছর বয়সী এক মেয়ে শিশুর লাশ উদ্ধার করা হয়।
সম্প্রতি যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্য থেকে হাজার হাজার অভিবাসী ইউরোপে আশ্রয়ের আশায় পাড়ি জমাচ্ছে। এদের অনেকেই অস্ট্রিয়ায় ঢুকে পড়েছে। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মন্ত্রীরা সম্প্রতি অভিবাসীদের গ্রহণের বিষয়ে ঐক্যমতে পৌঁছাতে ব্যর্থ হয়। এছাড়া হাঙ্গেরিতে শরণার্থীদের প্রবেশ ঠেকাতে নতুন একটি আইন পাস করা হয়েছে।
এসআইএস/আরআইপি