অ্যাপোলো ইস্পাতের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত


প্রকাশিত: ১১:৪৬ এএম, ২০ সেপ্টেম্বর ২০১৫

অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেডের প্রধান কার্যালয়ে কোম্পানির পরিচালনা পর্ষদের সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।  এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান দীন মোহাম্মদ।

সভায় ২০১৪-২০১৫ অর্থবছরের মুনাফার ওপর ১২ শতাংশ স্টক লভ্যাংশ এবং ৩ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের প্রস্তাব দেয়া হয়, যা আগামী ২১তম বার্ষিক সাধারণ সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।  

২০১৪-২০১৫ অর্থবছরে বিক্রি বাড়ার সাথে সাথে বেড়েছে পরিচালনা মুনাফা। এই অর্থবছরে নিট বিক্রয় দাঁড়িয়েছে ৫১৩ কোটি ৬৭ লাখ টাকা। ২০১৩-২০১৪ অর্থ বছরে একই সময়ে নিট বিক্রয় ছিল ৪৯৩ কোটি ৬৭ লাখ টাকা।

উক্ত অর্থবছরে নিট মুনাফা হয়েছে ৫০ কোটি  ৮৫ লাখ টাকা যা পূর্ববর্তী বছরের চেয়ে ৩৬ কোটি  ৮৩ লাখের বেশি। শেয়ার প্রতি আয় ১ দশমিক ৭৭ টাকা এবং শেয়ার প্রতি নিট সম্পদ ২৪ দশমিক ৩৭৩ টাকা।

এসএ/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।