রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা কেন্দ্র নির্মাণে জাপানের সহায়তা

কূটনৈতিক প্রতিবেদক কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩০ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৯

কক্সবাজারের উখিয়ায় কুতুপালং শরণার্থী শিবিরের ১২নং ক্যাম্পে একটি প্রাথমিক স্বাস্থ্যসেবা ক্লিনিক স্থাপনা প্রকল্পের জন্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে ৭৩ হাজার ৬৯৪ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১ লাখ টাকা) আর্থিক সহযোগিতা দিয়েছে জাপান।

জাপান দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিরোইয়ুকি ইয়ামায়া গত সোমবার কক্সবাজারের কুতুপালং শরণার্থী শিবিরে অবস্থিত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালিত প্রাথমিক স্বাস্থ্যসেবা ক্লিনিক নির্মাণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় ঢাকার জাপান দূতাবাস।

প্রকল্পটি জাপান সরকারের আর্থিক সহায়তায় জিজিএইচএসপির (গ্র্যান্ট অ্যাসিসট্যান্স ফর গ্র্যাস-রুটস হিউম্যান সিকিউরিটি প্রোজেক্টস) মাধ্যমে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বাস্তবায়িত করেছে।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় থেকে উপসচিব মো. মিজানুর রহমান, পরিচালক মো. মাহবুব আলম তালুকদার (যুগ্ম সচিব) এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি থেকে পপুলেশন মুভমেন্ট অপারেশনের হেড অব অপারেশন সৈয়দ আলি নাসিম খলিলুজ্জামান (অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জাপান রেড ক্রস সোসাইটির সহযোগিতায় ২০১৭ সালের ১২ অক্টোবর থেকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ১২নং ক্যাম্পে মিয়ানমার শরণার্থীদের চিকিৎসা সেবা প্রদান করে এসেছে। কিন্তু পুরনো সেন্টারের কাঠামোগত এবং পাহাড় ঢালের দুর্বলতার কারণে জাপানি সহায়তায় ক্লিনিকটির পুনর্নির্মাণ করা হয়েছে।

উল্লেখ্য, জাপান রেড ক্রস সোসাইটি পাহাড়ের স্থিতি বৃদ্ধির জন্যে ঢাল স্থায়ীকরণর কাজ সম্পন্ন করেছে। এই প্রকল্পের মাধ্যমে এখন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বছরে কমপক্ষে ৩২ হাজার রোগীর চিকিৎসা দিতে পারবে।

জাপান সরকার ১৯৮৯ সাল থেকে তৃণমূল পর্যায়ের মানুষের আর্থ-সামাজিক নিরাপত্তা উন্নয়নের জন্য গ্র্যান্ট অ্যাসিসট্যান্স ফর গ্র্যাস-রুটস হিউম্যান সিকিউরিটি প্রোজেক্টসের (জিজিএইচএসপি) মাধ্যমে ১৯৩টি এনজিও প্রকল্পে অর্থায়ন করেছে। ইতোমধ্যে এই স্কিমের আওতায় বাংলাদেশ কর্মরত বিভিন্ন এনজিওকে সর্বমোট প্রায় ১৪.৯৫ মিলিয়ন মার্কিন ডলার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

জেপি/এমএসএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।