টাঙ্গাইলের ঘটনায় ওসি আসামিকে সুবিধা দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা


প্রকাশিত: ০৮:৪৮ এএম, ২০ সেপ্টেম্বর ২০১৫

টাঙ্গাইলে শ্লীলতাহানির ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিকে অবৈধ সুবিধা দেয়ার প্রমাণ পেলে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের ভারপ্রাপ্ত মহাপরিদর্শক (আইজি) মোঃ মোখলেসুর রহমান। রোববার দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

এর আগে শনিবার এক নারীর শ্লীলতাহানির অভিযোগে কালিহাতীতে পুলিশ ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ হয়। স্থানীয়রা দাবি করে, এঘটনায় ৪ জনকে আসামি করে মামলা করা হলেও ১ নম্বর আসামিকে ইচ্ছাকৃতভাবে গ্রেফতার করা হয়নি। তাদের দাবি, কালিহাতী থানার ওসি এঘটনার ১ নম্বর আসামির বাড়িতে ভাড়া থাকেন। তাই তাকে গ্রেফতার করা হয়নি।

এই অভিযোগের বিষয়ে ভারপ্রাপ্ত আইজিপি বলেন, এঘটনায় পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। সাত দিনের মধ্যে তারা প্রতিবেদন দেবে। এতে যদি কারো গাফলতি পাওয়া যায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ওসি যদি আসামিকে সুবিধা দেয় তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের সহকারী মহাপরিদর্শক (এমপিআর) মোঃ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

এআর/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।