আপ্যায়নের অর্থ প্রদানে নীতিমালা করছে ইসি
সম্প্রতি নির্বাচন কমিশনের (ইসি) আপ্যায়ন খরচসহ নানা ধরনের ভাতা, বরাদ্দে অর্থ ‘লুটপাটের’ ঘটনা গণমাধ্যমে ওঠে এসেছে। এর জের ধরে ইসির কর্মকর্তাদের রদবদলও করা হয়। তবে এবার ছুটির দিনে ও অফিস সময়ের পর দায়িত্বপালনকারী কর্মকর্তা-কর্মচারীদের আপ্যায়ন বাবদ অর্থ প্রদানের নীতিমালা করতে যাচ্ছে ইসি। এ বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি নথি জারি করা হয়েছে। সেই নথি থেকে জানা যায়, ইসির অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমানকে আহ্বায়ক করে তদন্ত কমিটিতে মোট ৯ জন সদস্য রয়েছেন।
কমিটির অন্য সদস্যরা হলেন- ইসি সচিবালয়ের প্রশাসন ও অর্থ অনুবিভাগের যুগ্মসচিব, নির্বাচন ব্যবস্থাপনা-১ অনুবিভাগের যুগ্মসচিব, নির্বাচন ব্যবস্থাপনা-২ অনুবিভাগের যুগ্মসচিব, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) ও যুগ্মসচিব, বাজেট অধিশাখার উপসচিব, বাজেট ও অর্থ শাখার উপসচিব, বাজেট ও ব্যয় নিয়ন্ত্রণ শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব এবং নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিবকে সদস্য-সচিব করা হয়েছে।
কমিটির মূল কাজ হলো সাতটি। সেগুলো হলো- আপ্যায়ন বাবদ অর্থ প্রদানের লক্ষ্যে কর্মকর্তা-কর্মচারী (রাজস্ব/আউটসোর্সিং/দৈনন্দিন ভিত্তিতে নিয়োগ/প্রকল্প/নিরাপত্তা কাজে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্য/সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী) নির্ধারণ করা; আপ্যায়ন বাবদ অর্থ প্রদানের দিন নির্ধারণ; নির্বাচন/উপনির্বাচনের ধরন ও সংখ্যা বিবেচনায় আপ্যায়নের হার ও দিন সংখ্যা নির্ধারণ; আপ্যায়ন বাবদ অর্থ প্রদানের জন্য বাজেটে অর্থের সংস্থান ও ইতোপূর্বের সিদ্ধান্ত ও আর্থিক বিধিবিধান পর্যালোচনা; নির্বাচনী দায়িত্বপালনের লক্ষ্যে আদেশ জারি এবং আদেশ অনুযায়ী দায়িত্বপালন নিশ্চিতকরণের পদ্ধতি নির্ধারণ; চূড়ান্ত অনুমোদন প্রক্রিয়া নির্ধারণ ও প্রাসঙ্গিক অন্যান্য বিষয় এবং সার্বিক পর্যবেক্ষণ ও সুপারিশ প্রদান এবং প্রস্তাবনা প্রণয়ন করা।
পিডি/আরএস/জেআইএম