আপ্যায়নের অর্থ প্রদানে নীতিমালা করছে ইসি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:২৮ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৯

সম্প্রতি নির্বাচন কমিশনের (ইসি) আপ্যায়ন খরচসহ নানা ধরনের ভাতা, বরাদ্দে অর্থ ‘লুটপাটের’ ঘটনা গণমাধ্যমে ওঠে এসেছে। এর জের ধরে ইসির কর্মকর্তাদের রদবদলও করা হয়। তবে এবার ছুটির দিনে ও অফিস সময়ের পর দায়িত্বপালনকারী কর্মকর্তা-কর্মচারীদের আপ্যায়ন বাবদ অর্থ প্রদানের নীতিমালা করতে যাচ্ছে ইসি। এ বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি নথি জারি করা হয়েছে। সেই নথি থেকে জানা যায়, ইসির অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমানকে আহ্বায়ক করে তদন্ত কমিটিতে মোট ৯ জন সদস্য রয়েছেন।

কমিটির অন্য সদস্যরা হলেন- ইসি সচিবালয়ের প্রশাসন ও অর্থ অনুবিভাগের যুগ্মসচিব, নির্বাচন ব্যবস্থাপনা-১ অনুবিভাগের যুগ্মসচিব, নির্বাচন ব্যবস্থাপনা-২ অনুবিভাগের যুগ্মসচিব, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) ও যুগ্মসচিব, বাজেট অধিশাখার উপসচিব, বাজেট ও অর্থ শাখার উপসচিব, বাজেট ও ব্যয় নিয়ন্ত্রণ শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব এবং নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিবকে সদস্য-সচিব করা হয়েছে।

কমিটির মূল কাজ হলো সাতটি। সেগুলো হলো- আপ্যায়ন বাবদ অর্থ প্রদানের লক্ষ্যে কর্মকর্তা-কর্মচারী (রাজস্ব/আউটসোর্সিং/দৈনন্দিন ভিত্তিতে নিয়োগ/প্রকল্প/নিরাপত্তা কাজে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্য/সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী) নির্ধারণ করা; আপ্যায়ন বাবদ অর্থ প্রদানের দিন নির্ধারণ; নির্বাচন/উপনির্বাচনের ধরন ও সংখ্যা বিবেচনায় আপ্যায়নের হার ও দিন সংখ্যা নির্ধারণ; আপ্যায়ন বাবদ অর্থ প্রদানের জন্য বাজেটে অর্থের সংস্থান ও ইতোপূর্বের সিদ্ধান্ত ও আর্থিক বিধিবিধান পর্যালোচনা; নির্বাচনী দায়িত্বপালনের লক্ষ্যে আদেশ জারি এবং আদেশ অনুযায়ী দায়িত্বপালন নিশ্চিতকরণের পদ্ধতি নির্ধারণ; চূড়ান্ত অনুমোদন প্রক্রিয়া নির্ধারণ ও প্রাসঙ্গিক অন্যান্য বিষয় এবং সার্বিক পর্যবেক্ষণ ও সুপারিশ প্রদান এবং প্রস্তাবনা প্রণয়ন করা।

পিডি/আরএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।