বর্তমান নির্বাচন কমিশন অথর্ব : খালেদা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩৪ এএম, ২৩ অক্টোবর ২০১৪

বর্তমান নির্বাচন কমিশন অথর্ব। তাদের দিয়ে কোনো কাজ হবে না। আন্দোলনের মধ্য দিয়ে দাবি আদায় করা হবে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নীলফামারীর জনসভায় এ কথা বলেছেন। বৃহস্পতিবার বিকেলে জনসভায় ভাষণ দেন তিনি। হাজারো নেতা-কর্মী সভাস্থলে জমায়েত হয়েছেন।

খালেদা জিয়া আরো বলেন, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাকাতে হবে। নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের দাবির বিষয়ে সরকারের প্রতি ইঙ্গিত করে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগের অধীনে কোনো দিন সুষ্ঠু নির্বাচন হয়, ভবিষ্যতেও হবে না। আন্দোলনের মাধ্যমে তাদের ক্ষমতা থেকে নামানো হবে। এ ছাড়া সরকারের বিভিন্ন পর্যায়ের দুর্নীতি ও ব্যর্থতা তুলে ধরে বক্তব্য দেন খালেদা জিয়া।

গণসংযোগের উদ্দেশ্যে নীলফামারীতে আয়োজিত জনসভায় মানুষের স্রোত নেমেছে। কর্মী-সমর্থকদের ঢল নেমেছে পুরো শহরে। নীলফামারী, সৈয়দপুরসহ পার্শ্ববর্তী জেলাগুলো থেকে বাস, ট্রাক, টেম্পো, মাইক্রোবাস, মোটরসাইকেল যোগে মানুষ ছুটে এসেছে বড়মাঠ প্রাঙ্গণে। এর ফলে পুরো জনসভাস্থল রূপ নিয়েছে জনমুদ্রে। এরই মধ্যে খালেদা জিয়া সভা মঞ্চে পৌঁছেছেন। বিকেল সাড়ে ৩টায় তিনি সভা মঞ্চে আসেন।

জেলা বিএনপির আহ্বায়ক আনিসুল আরেফিন চৌধুরীর সভাপতিত্বে বৃহস্পতিবার দুপুর ২টায় পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জনসভা শুরু হয়েছে।

জনসভা মঞ্চে অবস্থান করছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, এলডিপির চেয়ারম্যান অলি আহমেদ, কল্যান পার্টির চেয়ারম্যান সৈয়দ মো. ইব্রাহিম, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানিসহ ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।