তুরস্কের বিমান হামলায় ৫৫ পিকেকে বিদ্রোহী নিহত


প্রকাশিত: ০৬:৪৩ এএম, ২০ সেপ্টেম্বর ২০১৫

ইরাকের উত্তরাঞ্চলে কুর্দি বিদ্রোহীদের ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে তুরস্ক। শনিবারের ওই হামলায় কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) কমপক্ষে ৫৫ বিদ্রোহী নিহত হয়েছেন। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাতোলিয়া নিউজের বরাত দিয়ে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়েছে, শনিবার রাতে উত্তর ইরাকে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) ঘাঁটিতে হামলা চালিয়েছে তুরস্ক। তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলীয় দিয়ারবাকির ঘাঁটি থেকে এ হামলা চালানো হয়। হামলায় অন্তত ৫৫ থেকে ৬০ বিদ্রোহী নিহত হয়েছে বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে। হামলা শেষে কোনোরকম ক্ষয়ক্ষতি ছাড়াই যুদ্ধবিমানগুলো নিরাপদে ঘাঁটিতে ফিরে এসেছে।

চলতি বছরের জুলাই মাসে কুর্দি বিদ্রোহী ও তুরস্ক সরকারের মধ্যে দুই বছরের  একটি শান্তি চুক্তি ভেঙে যায়। এরপর থেকে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। সম্প্রতি এ সংঘর্ষের মাত্রা বৃদ্ধি পেয়েছে। দেশটিতে আগামী ১ নভেম্বর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে ১৯৮৪ সালে থেকে তুরস্কের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন শুরু করেছে পিকেকে বিদ্রোহীরা। দুই পক্ষের সংঘাতে এ পর্যন্ত ৪০ হাজারের বেশি নাগরিক নিহত হয়েছেন।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।