দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছেন ভারপ্রাপ্ত আইজি


প্রকাশিত: ০৩:৫৭ এএম, ২০ সেপ্টেম্বর ২০১৫

আসন্ন পবিত্র ঈদুল আজহায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যবস্থাপনা নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে পুলিশ। রোববার দুপুর সাড়ে ১২টায় পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে সম্মেলনটি আয়োজন করা হয়েছে। এতে বক্তব্য রাখবেন বাংলাদেশ পুলিশের ভারপ্রাপ্ত মহাপরিদর্শক (আইজি) মো. মোখলেসুর রহমান।

বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের সহকারী মহাপরিদর্শক (এআইজি) নজরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্মেলনে আসন্ন ঈদুল আজহায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে পুলিশের দায়িত্বসমূহ সাংবাদিকদের কাছে তুলে ধরা হবে।

এছাড়াও ঈদে ট্রেন, বাস ও লঞ্চের নিরাপদ চলাচল ও যাত্রীদের নিরাপত্তা, গরুর হাট ও ঈদ জামাতের নিরাপত্তা এবং জাল টাকার অপব্যবহার রোধে পুলিশের নেয়া পদক্ষেপসমূহ বিস্তারিত জানানো হবে।

সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ পুলিশ বাহিনীর ইউনিট প্রধানরা উপস্থিত থাকতে পারেন বলে সূত্রে জানা গেছে।

এআর/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।