ওয়েস্ট হ্যামের কাছে হারলো ম্যানসিটি
গোলরক্ষক আদ্রিয়ানের দুর্দান্ত নৈপুণ্যে ইংলিশ লিগের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দল ম্যানচেস্টার সিটিকে হারিয়েছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। এর আগেও আর্সেনাল এবং লিভারপুলকে হারিয়েছিল ওয়েস্ট হ্যাম। `জায়ান্ট কিলার`-এ পরিণত হওয়া দলটি ২-১ গোলে হারিয়েছে গত মৌসুমের রানার্সআপদের।
শনিবার রাতে ঘরের মাঠে টানা ষষ্ঠ জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই পিছিয়ে পড়ে ম্যানচেস্টার সিটি। ৬ মিনিটে দিমিত্রি পায়েতের কাছ থেকে বল পেয়ে ২০ গজ দূর থেকে দুর্দান্ত শটে ওয়েস্ট হ্যামকে এগিয়ে দেন নাইজেরিয়ার মিডফিল্ডার ভিক্টর মোজেস। আর এবারের লিগে এটাই সিটির জালে প্রথম গোল।
গোলে খেয়ে সমতায় ফিরতে মরিয়া হয়ে খেলতে থাকে সিটি। প্রতিপক্ষের রক্ষণে চাপ বাড়ালেও উল্টো ধারার বিপরীতে ৩১ মিনিটে আরও এক গোল খেয়ে বসে তারা। কর্নার থেকে উড়ে আসা বলে হেড নেন ওয়েস্ট হ্যাম ডিফেন্ডার উইনস্টন রেইড। কিন্তু তার হেড সিটি ডিফেন্ডাররা সঠিকভাবে ফেরাতে না পারলে জটলার মাঝে বল পেয়ে যান ডিয়াফ্রা সাখো। আর তা থেকে বল জালে জড়াতে কোন ভুল করেননি সেনেগালের এই স্ট্রাইকার।
প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে একটি গোল শোধ করে খেলায় ফিরে আসে সিটি। সের্জিও আগুয়েরোর বাড়ানো বল ধরে ডি-বক্সের বাইরে থেকে দুরপাল্লার শটে লক্ষ্যভেদ করেন কেভিন ডি ব্রুইন।
দ্বিতীয়ার্ধের গোল শোধ করার জন্য আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় ম্যানসিটি। একচেটিয়া চাপ ধরে রাখলেও ফরোয়ার্ডদের ব্যর্থতা আর ওয়েস্ট হ্যামের স্প্যানিশ গোলরক্ষক আদ্রিয়ানের অসাধারণ কয়েকটি সেভে আর ম্যাচে ফিরতে পারেনি মেনুয়েল পেল্লেগ্রিনির শিষ্যরা।
আরটি/এআরএস/এমএস