লিবিয়া উপকূল থেকে ৫ হাজার শরণার্থী উদ্ধার


প্রকাশিত: ০১:১৬ এএম, ২০ সেপ্টেম্বর ২০১৫

ভূমধ্যসাগরের লিবিয়া উপকূল থেকে প্রায় চার হাজার ৭০০ জন শরণার্থীকে উদ্ধার করা হয়েছে। ইতালির কোস্টগার্ড এক বিবৃতিতে জানায়, তারা বেশ কিছু নৌযান নিয়ে লিবিয়া উপকূলের ৩০ থেকে ৪০ নটিক্যাল মাইলের মধ্যে ২০টি সমন্বিত উদ্ধার অভিযান চালিয়ে চার হাজার ৩৪৩ জন শরণার্থীকে উদ্ধার করা হয়। খবর এএফপি ও রয়টার্সের।

এর মধ্যে ভাসমান একটি নৌযান থেকে এক নারীর মরদেগও উদ্ধার করা হয়। অপরদিকে গ্রিসের উপকূল রক্ষীবাহিনী মনিবার আরো ৩৩৫ জন শরণার্থীকে উদ্ধার করে ইতালির একটি বন্দরে পাঠিয়েছে। সবগুলো অভিযানই চলছে লিবিয়ার ৩০ থেকে ৪০ নটিক্যাল মাইল সমুদ্রসীমার মধ্যে।

এদিকে লেবাননের রাজধানী বৈরুত থেকে এমএসএফের আঞ্চলিক যোগাযোগ কর্মকর্তা ইয়াজান আল-সাদি বলেন, শনিবার স্থানীয় সময় ভোর ৫টার দিকে সাড়ে ৭০০ জনেরও বেশি শরণার্থীকে উদ্ধার করা হয়েছে। সেখানে ঝুঁকিপূর্ণ নৌকা থেকে এমএসএফ পরিচালিত একটি জাহাজে তুলে নেয়া হয় শরণার্থীদের।

এমএসএফের মুখপাত্র সামি আল সুবাইহি বলেন, উদ্ধার হওয়া সবাই ভালো আছেন। ওই শরণার্থীরা বিভিন্ন দেশের নাগরিক। তাদের এমএসএফের গ্রিস কিংবা ইতালির কেন্দ্রে নেওয়া হবে।

এর আগে গত শুক্রবার লিবিয়া কর্তৃপক্ষ দেশটির উপকূল থেকে ১০২ জন শরণার্থীকে উদ্ধার করে। সঙ্গে উদ্ধার করা হয় সাতজনের মৃতদেহ। এর বাইরে ১২৪ জন শরণার্থীকে গ্রেফতার করে লিবিয়ার কোস্টগার্ড।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।