নিজেদের নেতা নির্বাচনে ভোট দিচ্ছেন ইসির কর্মকর্তারা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১৩ পিএম, ২০ সেপ্টেম্বর ২০১৯

সারা বছর দেশের বিভিন্ন নির্বাচন নিয়ে ব্যস্ত থাকা নির্বাচন কমিশন (ইসি) কর্মকর্তারা আজ শুক্রবার নিজেদের নেতা নির্বাচনের জন্য ভোট দিচ্ছেন। বিকেল পৌঁনে ৪টায় বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। শুধু নির্বাচন ভবন নয় দেশের বিভিন্ন জেলা-উপজেলার অনেক কর্মকর্তাও এ নির্বাচনে অংশ নিয়েছেন।

সংগঠনের ১৫টি পদে ভোট লড়াইয়ে রয়েছেন ৯৭ প্রার্থী। ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ও ব্যালট পেপারে ভোট দেবেন ইসির ৫৬৩ জন কর্মকর্তা। এর মধ্যে ৪ পদে একক প্রার্থী থাকায় ভোট হচ্ছে না।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অ্যাসোসিয়েশেনের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বর্তমানে ১৪টি পদে ৩১ জনের কমিটি রয়েছে। প্রস্তাবিত সংখ্যা হলো- ৫১ জন।

এ নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হয়েছেন—যুগ্ম সচিব ও পরিচালক (এনআইডি) মো. আব্দুল বাতেন, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মো. নুরুজ্জামান তালুকদার ও দুর্নীতির দায়ে তাৎক্ষণিক ফরিদপুরে বদলি করা মোস্তফা ফারুক। মহাসচিব পদে লড়ছেন—ফয়সাল কাদের, মুহাম্মদ হাসানুজ্জামান, মোহাম্মদ মনির হোসেন ও শুধাংশু কুমার সাহা।

EC-2

সহ-সভাপতি প্রার্থী—মো. আলাউদ্দীন, মো. তারিফুজ্জামান, মো. আতিয়ার রহমান, এ এম শামসুজ্জামান ও মো. মুনীর হোসাইন খান।
যুগ্ম মহাসচিব প্রার্থী—এ এইচ এম কামরুল হাসান, কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ, মুহাম্মদ ফজলুর রহমান, মোহাম্মদ আলমগীর হোসেন, মো. এনামুল হক, মোহাম্মদ মতিয়ুর রহমান, মোহাম্মদ মমিন মিয়া, মো. মনিরুজ্জামান, শেখ মুহাম্মদ আদিল ও সহিদ আব্দুস ছালাম।

সাংগঠনিক সম্পাদক পদে লড়ছেন—মোহাম্মদ শাহজালাল, এ এস এম জাকির হোসেন ও নজরুল ইসলাম। এ ছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে রাশেদুল ইসলাম, সিনিয়র যুগ্ম মহাসচিব পদে শেখ মুহাম্মদ হাবিবুর রহমান, কোষাধ্যক্ষ পদে মো. রশিদ মিয়া ও প্রচার-প্রকাশনা সম্পাদক পদে মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার একক প্রার্থী রয়েছেন।

প্রসঙ্গত, বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন নামে কর্মকর্তাদের এ সংগঠনের যাত্রা শুরু হয় ২০১২ সালে।

এইচএস/জেডএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।