ঈশ্বরদীতে স্কুল শিক্ষককে লাঞ্ছনার ঘটনায় আটক ২


প্রকাশিত: ০৪:৩১ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৫

ঈশ্বরদীর পাকশী পেপার মিলস হাইস্কুলের শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করা মামলার এজাহারভুক্ত অন্যতম আসামি তাফসির আহমেদ মনাকে শনিবার সাহাপুর ইউনিয়নের রহিমপুরস্থ তার ফুপুর বাড়ি থেকে ঈশ্বরদী থানা পুলিশ আটক করেছে। তিনি রূপপুরের তানজির রহমান তুহিনের ছেলে।

গত বুধবার ক্লাস চলকালীন ওই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র তাফসির আহমেদ মনা একটি প্লাস্টিকের সাপ নিয়ে শ্রেণি কক্ষে সহকারী শিক্ষিকা খাদিজা পারভিনকে ভয় দেখান। ম্যাডাম সাপটিকে সত্যি ভেবে ভয় পেয়ে ক্লাস থেকে বের হয়ে বিষয়টি দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক নিত্যানন্দ সূত্রধরকে জানান।

পরে নিত্যানন্দ সূত্রধর বিষয়টি জানতে পেরে শ্রেণিকক্ষে মনাকে শাসন করেন। মনা শিক্ষকের উপর ক্ষুদ্ধ হয়ে তার বড় ভাই পাকশীর আলোচিত ব্যক্তি হাত কাটা টুনটুনিকে জানালে টুনটুনি, মুন্না ও মনাসহ কয়েকজন শ্রেণি কক্ষে ঢুকে শিক্ষক নিত্যানন্দ সূত্রধরকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।

আলাউদ্দিন আহমেদ/এমজেড/বি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।