ক্যাসিনোর সঙ্গে প্রশাসনের কেউ জড়িত থাকলে বিচার হবে
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১১ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৯
ক্যাসিনো পরিচালনায় প্রশাসনের কেউ জড়িত থাকলে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান। বুধবার রাজধানীর বিভিন্ন স্থানে ক্যাসিনোতে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এগুলোর সঙ্গে যুবলীগ নেতাদের সংশ্লিষ্টদের খবর পাওয়া গেছে।
ক্যাসিনো পরিচালনার বিষয়ে না জানা আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা কিনা, আর জানলে পুলিশের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হবে- জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে গোয়েন্দারাই ইনফরমেশন দিয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই অপারেশনগুলো হয়েছে। আমি তো সবসময় বলি এখানে যদি কোনো প্রশাসনের লোক জড়িত থাকে কিংবা তারা সহযোগিতা করেন, তাদের নিয়ন্ত্রণে এগুলো হয়েছে। আইন অনুযায়ী তিনিও বিচারের মুখোমুখি হবেন।’
প্রধানমন্ত্রীর সঙ্গে আজকে দেখা করেছেন, নতুন করে কোনো নির্দেশনা দিয়েছেন কিনা- এ বিষয়ে মন্ত্রী বলেন, ‘আজকের সভাটি ছিল পূর্বনির্ধারিত, সেই সভায় আমরা গিয়েছি। ওনার (প্রধানমন্ত্রী) সবসময় ডিরেকশনটা ক্লিয়ার যে, কেউ কোনো ধরনের আইনবহির্ভূত কাজ করলে তাকে বিচারের মুখোমুখি হতেই হবে। আমরা সেটিই করছি, উনি যেভাবে ডিরেকশন দিচ্ছেন।’
তিনি বলেন, ‘আজ যেগুলো আমাদের চোখের সামনে আসছে, সেগুলো নিয়ে তথ্যের আরও ই…ছিল, তথ্যগুলো সংগ্রহ করার পরই আমাদের এই অভিযান চলছে।’
দীর্ঘদিন থেকে ৬০টি ক্যাসিনো চলে আসছে, এতদিন পর অভিযান কেন- এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যখনই আমাদের কাছে খবর এসেছে কলাবাগান বন্ধ হয়ে গেছে। কারওয়ানবাজারে একটা উঠেছিল খবর যখন এসেছে তখনই বন্ধ হয়ে গেছে। আমাদের কাছে যেটিই খবর আসে, অনেক সময় আমাদের অনেক খবর আসে যেগুলো হয়তো তথ্যভিত্তিক নয়, সেগুলো হয়তো উদ্দেশ্যমূলকভাবে খবর আসে। গিয়ে দেখি এগুলোর ভিত্তি নেই। যে সাতটি (অভিযান) আজকে হলো, যখনই তথ্য আসে আমরা তখনই অ্যাকশনে গেছি।’
ক্যাসিনোর বড় বড় মেশিন এবং বোর্ডগুলো বিমানবন্দরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আসা কী সম্ভব- এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মেশিনগুলো কখনও এ রকম অবস্থায় আসে না। এগুলো ছোট ছোট পার্সের মতো ভাগে ভাগে আসে, যেগুলো আপনার চোখেও পড়বে না। ডিক্লারেশন দিয়ে আনেনি বলেই তো তারা অপরাধী, সেজন্য তাদের বিচার হবে। সবগুলোর বিচার হবে, যারাই আইন ভঙ্গ করেছে।’
ক্যাসিনোর তথ্য কতদিন আগে জেনেছেন- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘গোয়েন্দারা যখনই জানিয়েছেন তখনই জেনেছি।’
ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান নিয়ে পরিকল্পনা সম্পর্কে মন্ত্রী বলেন, ‘ক্যাসিনোর বিরুদ্ধে অভিযোগ নয়, এটা হলো অবৈধ কোনো ব্যবসার বিরুদ্ধে। সেটা ক্যাসিনো হোক কিংবা ক্লাব হোক কিংবা কোনো কিছু হোক, যা কিছু অবৈধভাবে স্থাপন করা হবে সেটার বিরুদ্ধে আমাদের ব্যবস্থা থাকবে।’
গ্রেফতার হওয়া যুবলীগ নেতার টর্চার সেলের খবর শোনা যাচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা আমরা শুনেছি তবে এখনও সঠিক তথ্য পাইনি। এটা যদি হয় তাহলে সেটারও ব্যবস্থা হবে।’
আরএমএম/এএইচ/জেআইএম