নিষিদ্ধ ওষুধ বিক্রি : ছয় ব্যবসায়ীকে জরিমানা


প্রকাশিত: ০৩:২৫ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৫

অনুমোদনহীন ওষুধ ও নিষিদ্ধ ঘনচিনি বিক্রির দায়ে রাজধানীর বাবুবাজারের ছয় ওষুধ ব্যবসায়ীকে ১১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমের নেতৃত্বে শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত র্যাব ও ওষুধ প্রশাসনের যৌথ অভিযানটি পরিচালিত হয়। এসময় ১৮ লাখ টাকার ওষুধ জব্দ করা হয়েছে।

শনিবার রাতে র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।

ব্যবসায়ীদের মধ্যে লাদেন মেডিকোর মালিক রাজু বর্মন রাজীবকে দুই লাখ টাকা, পান্না কাউছার ড্রাগসের মালিক মো. লিটনকে দুই লাখ, মিতু কেমিক্যালসের মালিক সত্য রঞ্জন দত্তকে দুই লাখ, সেবা মেডিকেল হলের মালিক মো. শিবলু আহমেদকে এক লাখ টাকা, ইউসুফ মেডিকেলের মালিক আহম্মেদ আলী সেন্টুকে এক লাখ ও অমিত মেডিকেল স্টোরের মালিক শিবু বর্মণকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম বলেন, নিষিদ্ধ ওষুধ তৈরির পাশাপাশি প্রতিষ্ঠানগুলো ওষুধ বিক্রির কোনো লাইসেন্সও আদালতকে দেখাতে পারেনি। জরিমানা প্রদানের পাশাপাশি ভবিষ্যতে ওষুধ আইনবিরোধী কোনো কাজ করবে না বলেও অঙ্গীকার করেন তারা।

অভিযানে র‌্যাবের সঙ্গে ওষুধ প্রশাসন অধিদফতরের ওষুধ তত্ত্বাবধায়ক সৈকত কুমার কর উপস্থিত ছিলেন।

এআর/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।