বান্দরবানে ম্রোদের চামুংপক পই উৎসব উদযাপন
বান্দরবান পার্বত্য জেলায় ম্রো আদিবাসীরা জুমের ফসল তোলাকে কেন্দ্র করে নবান্ন উৎসব (চামুংপক পই) উদযাপন করেছে। শনিবার বিকেলে বান্দরবান জেলা সদরের মুনলম পাড়ায় এ উৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী, পুলিশ সুপার মিজানুর রহমানসহ
আদিবাসী নেতারা। এসময় লোক সঙ্গীত, লোক নৃত্য ও ফল প্রদর্শন করা হয়।
ম্রো আদিবাসীরা জানান, পাহাড়ি জমিতে জঙ্গল কেটে আগুনে পোড়ানোর পর যে চাষ করা হয় তাকে জুম চাষ বলা হয়। জুমে একসঙ্গে ধান, তুলা, তলি, মরচি, ভুট্টা, মারফা ছাড়াও অনকে ফসল রোপণ করা হয়। ধন দেবির উদ্দেশ্য প্রতি বছর জুমের বিভিন্ন ফসলাদি নেচে গেয়ে উৎসর্গ করা হয় যেন জমিতে আরো অধিক ফসল হয়। এছাড়া পাড়ায় পাড়ায় পিঠা মেলার আয়োজন করা হয়।
টংকাবতি ইউপি সদস্য চিং থুই ম্রো জানান, জুমের ফসল তোলাকে কেন্দ্র করে ম্রো তরুণ-তরুণীরা নবান্ন উৎসবে আনন্দে মাতোয়ারা হয়ে উঠেন।
সৈকত দাশ/এমজেড/পিআর