প্রশ্ন ফাঁসের ঘটনায় র‌্যাবের মামলা


প্রকাশিত: ০৩:০২ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৫

মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের সহকারী পরিচালক ওমর সিরাজসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব)।

শনিবার সন্ধ্যায় রাজধানীর শেরে বাংলা নগর থানায় র‌্যাবের উপ-পরিদর্শক (এসআই) আলিমুর কাজি বাদী হয়ে  মামলাটির করেন (মামলা নং ৩৫)।

মামলার আসামিরা হচ্ছেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহকারী পরিচালক ওমর সিরাজ, স্টোর কিপার রেজাউল করিম(৩২) ও বিশ্ববিদ্যালয় ছাত্র  ইসহান ইমতিয়াজ(২২)।

শেরে বাংলা থানার এসআই দেবাশিষ জাগো নিউজকে মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, একটি নিয়মিত মামলা ঋজু হয়েছে। তদন্ত চলছে।

এর আগে মেডিকেল প্রশ্ন ফাঁসের অভিযোগে ১৮ সেপ্টেম্বর শুক্রবার রাজধানীর আগারগাঁও থেকে তাদের আটক করে র‌্যাব।

এআর/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।