কাশ্মীর কখনোই পাকিস্তানের হবে না : ফারুক আবদুল্লা
কাশ্মীর নিয়ে সম্প্রতি পাকিস্তানের হুমকির কড়া নিন্দা জানিয়ে জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা বলেছেন, কাশ্মীর কখনোই পাকিস্তানের হবে না। সুতরাং, বার বার পরমাণু হামলার হুমকি দিয়ে লাভ নেই। পশ্চিমবঙ্গের প্রভাবশালী দৈনিক আনন্দবাজারের এক প্রতিবেদনে শনিবার এ তথ্য তুলে ধরা হয়েছে।
লন্ডনে এক আলোচনা সভায় অংশ নিয়ে ন্যাশনাল কনফারেন্স প্রধান আবদুল্লা বলেন, বার বার ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার বা পরমাণু বোমা ব্যবহারের হুমকি দিয়ে এবং পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়ার কথা মনে করিয়ে দিয়ে পাকিস্তান কাশ্মীর সমস্যার সমাধান করতে পারবে না।
তিনি বলেন, আমার মনে হয় কোনো সমঝোতায় পৌঁছানোর জন্য দু’দেশের সামনেই একমাত্র পথ আলোচনা। শত চেষ্টা করেও সীমান্ত বদলানো যাবে না।
কাশ্মীর ইস্যু নিয়ে উত্তেজনা বাড়িয়ে পাকিস্তান সাধারণ কাশ্মীরি জনগণেরই ক্ষতি করছে বলে জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ইঙ্গিত দেন। তিনি বলেন, ফারুক আবদুল্লা বেঁচে থাক বা না থাক, কাশ্মীর কখনো পাকিস্তানের হবে না। আগামী বহু শতাব্দীতেও হবে না। তাই আসুন আমরা এক অন্য রকম বন্ধুত্ব গড়ে তুলি।
পর্যটক হিসেবে গুলমার্গে আসুন, পহেলগাঁওতে আসুন, মুঘলদের তৈরি বাগিচার সৌন্দর্য দেখে যান। কাশ্মীরি খাবারের স্বাদ নিন। প্রবীণ কাশ্মীরি নেতার স্বপ্ন, আমি সেই দিন দেখতে চাই যখন আমি গাড়ি চালিয়ে সোজা ইসলামাবাদ, করাচি এবং লাহোর যেতে পারব। আমার পরিজনরা লাহোরে সমাহিত। এখন আমি সেখানে যেতে পারি না। কিন্তু, মৃত্যুর পর আমার আত্মার লাহোর যাওয়া আপনারা আটকাতে পারবেন না।
এসআইএস/পিআর