তিন ক্যাসিনোতে অভিযান : ৩৮ লাখ টাকা ও বিপুল মাদক উদ্ধার
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০১:৩৮ এএম, ১৯ সেপ্টেম্বর ২০১৯
রাজধানীর মতিঝিল ও গুলিস্তানের তিনটি ক্যাসিনোতে অভিযান চালিয়ে নগদ ৩৮ লক্ষাধিক টাকা, বিপুল পরিমাণ মদ ও অন্যান্য মাদকদ্রব্য জব্দ করেছে র্যাব। বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত নজিরবিহীন কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এ অভিযান চলে। মতিঝিলের ক্লাবপাড়ায় ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব, ওয়ান্ডারার্স ক্লাব এবং গুলিস্তানের মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের ক্যাসিনোতে অভিযান পরিচালিত হয়।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব ক্যাসিনো থেকে নগদ ২৪ লাখ ২৯ হাজার টাকা, ওয়ান্ডারার্স ক্লাব থেকে নগদ ১০ লাখ ২৭ হাজার ২০০ টাকা ও জাল ২০ হাজার ৫০০ টাকা এবং মুক্তিযুদ্ধা ক্রীড়া সংসদের ক্যাসিনো থেকে তিন লাখ ৫৪ হাজার টাকা জব্দ করা হয়।
এ তিনটি ক্লাবের প্রতিটিতে বিদেশি মদের বোতলসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয় বলে তিনি জানান।
সরেজমিনে ক্লাবগুলো পরিদর্শনকালে এ প্রতিবেদক ক্যাসিনো ক্লাবের ভেতর জব্দকৃত নগদ টাকা এবং বিপুল পরিমাণ মদের বোতল দেখতে পান।
এ সময় ক্যাসিনো থেকে স্টাফ ও জুয়া খেলতে আসা প্রায় দেড় শতাধিক লোককে আটক করা হয়। আটকের পর র্যাব সদস্যদেরকে তাদের নাম-ঠিকানা লিপিবদ্ধ করতে দেখা যায়।
এমইউ/বিএ